1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড্রাগন দেশের রাজার বিয়ে, আনন্দে ভাসছে ভুটান

১৩ অক্টোবর ২০১১

মহা ধুমধামে রাজকীয় বিয়ে সম্পন্ন হলো হিমালয় তনয়া ভুটানে৷ ড্রাগনের দেশ তথা স্থানীয় ভাষায় ‘ড্রুক ইয়ুল’ নামের ছোট্ট দেশ ভুটানের তরুণ রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুক বিয়ে করলেন সাধারণ ঘরের সুন্দরী তরুণী জেটসুন পেমাকে৷

https://p.dw.com/p/12rCH
রাজা জিগমে আর জেটসুন পেমাছবি: Royal Office Bhutan

রাজা জিগমে আর জেটসুনের মন দেওয়া নেওয়া হয়েছিল সেই ১৪ বছর আগে থিম্পুর এক ঘরোয়া বনভোজনে গিয়ে৷ তখন জেটসুনের বয়স ছিল সাত আর জিগমে ছিলেন ১৭ বছরের৷ গত আগস্ট মাসে ছাত্র-ছাত্রীদের এক সমাবেশে নিজেদের সেই ছোট্ট বয়সের প্রেমের গল্প শুনিয়েছেন রাজা জিগমে নিজেই৷ তিনি বলেন, ‘‘আমি তখন রাজপুত্র৷ সেদিন আমি জেটসুনের সামনে হাটু গেঁড়ে বসে বলেছিলাম, তুমি যখন বড় হবে, তখন যদি আমি এবং তুমি দু'জনই অবিবাহিত থাকি এবং যদি দু'জনই চাই তাহলে আমি তোমাকে বিয়ে করবো৷''

সেই চৌদ্দ বছর আগে শুরু হওয়া প্রেমের সফল পরিণতি ঘটেছে আজ ২০১১ সালের ১৩ অক্টোবর, একটি চমৎকার রৌদ্রোজ্জ্বল দিনে৷ তবে সাত লাখ অধিবাসীর ছোট্ট দেশটির প্রিয় রাজা জিগমে দেশের ভবিষ্যৎ রানির কথা জনগণকে জানান গত মে মাসে৷ সেই থেকে দেশের মধ্যে রাজার প্রায় প্রতিটি সফরেই সঙ্গী হয়েছেন জেটসুন৷ এমনকি এই সফরের সময়গুলোতে রাজা জিগমে এমনভাবে জেটসুনের হাত ধরে ঘুরতেন যে, তা ভুটানের তরুণ-তরুণীদের কাছে এখন বেশ অনুসরণীয় ধারায় পরিণত হয়েছে৷

Jigme Khesar Namgyal Wangchuck und Queen Jetsun Pema Heirat
বিয়ের সাজে রাজা-রানি...ছবি: dapd

যাহোক, বিশ্বের অন্যতম দুই বড় শক্তিধর দেশ চীন এবং ভারতের মাঝে নিরিবিলি ছিমছাম এই ড্রাগনের দেশে আজ প্রিয় রাজার বিয়েতে গোটা দেশই উল্লসিত৷ কারণ এই বিয়ে যেন আজ প্রতিটি ভুটানি পরিবারেরই উৎসব৷ কেননা অক্সফোর্ড পড়ুয়া রাজা জিগমে ২০০৮ সালে রাজ সিংহাসনে বসার পর থেকে দেশের প্রতিটি পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে মানুষের সাথে দেখা করেছেন৷ এমনকি অনেক প্রত্যন্ত এলাকায় পায়ে হেঁটেও গিয়েছেন জিগমে৷ কথা বলেছেন, খোঁজ-খবর নিয়েছেন আপামর জনসাধারণের৷ শুধু তাই নয়, সপ্তদশ শতকে তৈরি থিম্পুর ছোট্ট রাজ কুটিরে এখনও জনসাধারণকে আমন্ত্রণ জানান৷ চা খাওয়ান এবং খোলা মনে গল্প করেন জিগমে৷

Jigme Khesar Namgyal Wangchuck und Queen Jetsun Pema Heirat
বিয়েতে উপস্থিত ছিলেন দেশের সাংসদ, মন্ত্রী, রাজ বংশের বন্ধু-বান্ধব আর সাধারণ জনগণছবি: dapd

তাই আজ রাজকীয় বিয়ের আসরেও বিশ্বের কোন দেশের রাজা-রানি, প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী কিংবা হোমরা-চোমরাদের উপস্থিতি ছিল না৷ ছিলেন দেশের সাংসদ, মন্ত্রী, রাজ বংশের বন্ধু-বান্ধব আর সাধারণ জনগণ৷ বিয়ের আসরে ঐতিহ্যবাহী পোশাকে সেজে প্রচলিত রীতি-নীতি সম্পন্ন করেন দেশের শীর্ষ বৌদ্ধ ধর্মগুরু৷ এরপর রাজা জিগমে জেটসুনকে রানির মুকুট পরিয়ে দেন আনুষ্ঠানিকভাবে৷ তবে বিয়ের উৎসব এখানেই শেষ নয়৷ কেবল শুরু৷ চলবে তিন দিন ধরে৷ তাই ক'দিন আনন্দের বন্যায় ভাসবে সারা ভুটান৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য