দল বেঁধে গরু নাচ, হুট করে ভাইরাল
৩ এপ্রিল ২০১৮দলগত এ নৃত্যটিতে গরু সেজে অংশ নিয়েছে হালসভিলে স্কুলের শিক্ষার্থীদের নৃত্যদল– ববক্যাট বেলস৷ ফেইসবুকে এ ভিডিওটি এ বছরেরই মার্চ মাসে ছাড়া হয়েছে, যার ভিউয়ার ইতিমধ্যে ১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে৷ আর এটি শেয়ার হয়েছে দুইলাখেরও বেশিবার৷ ইউটিউবেও ভিডিওটি দেখেছেন প্রায় ৭২ হাজার মানুষ৷
সোশাল মিডিয়ার এই সাড়ায় ববক্যাট বেলসের ‘গরু নাচিয়ে'রা তো বটেই, এর সার্বিক তত্ত্বাবধানে থাকা নৃত্য পরিচালক ক্যাথরিন কালওয়ে পর্যন্ত বিস্মিত হয়েছেন৷
তিনি প্রতিক্রিয়ায় বলেন, ‘‘গত গ্রীষ্মে আমি ও আমার সহকারী পরিচালক ভাবছিলাম নতুন কী করা যায়৷ প্রথমে আমরা ঠিক করেছিলাম গোলাবাড়িতে পশুপাখির রূপ ধরে চরিত্রগুলো নাচবে৷ পরে যখন আমরা গরু সংক্রান্ত গানগুলো শুনলাম, তখন ঠিক করলাম পুরো নাচটাই গরু নিয়ে করবো৷''
তৃতীয়বার এ নৃত্যে পারফর্ম করার সময় একজন দর্শক এটি ধারণ করে ফেইসবুকে ছেড়ে দেন বলে জানান ক্যাথরিন৷
এইচআই/এসিবি