নাইজেরিয়ায় স্কুলে খাবার নিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ৩৫ বাচ্চা
২০ ডিসেম্বর ২০২৪নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু বৃহস্পতিবার জানিয়েছেন, এই ঘটনায় তিনি মর্মাহত এবং তিনি মৃতের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করছেন।
ঘটনা সম্পর্কে যা জানা গেছে
দক্ষিণপশ্চিম নাইজেরিয়ার বাশোরানের ইসলামিক হাই স্কুলে এই ঘটনা ঘটে।
প্রদেশের গভর্নর জানিয়েছেন, বুধবার ছিল তাদের কাছে শোক ও দুঃখের দিন। পুলিশ মুখপাত্র ওসিফেসো অ্যাডওয়েল জানিয়েছেন, দুর্ঘটনায় ৩৫ জন বাচ্চা মারা গেছে এবং অন্ততপক্ষে ছয়জন আহত হয়েছে।
পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, খাবার ও উপহার বিলি শুরু হতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তাড়াতাড়ি সেগুলি সংগ্রহ করার চেষ্টা করে বাচ্চারা। তার ফলে এই দুর্ঘটনা ঘটে।
স্কুলের প্রিন্সিপাল-সহ অনেককে আটক করেছে পুলিশ। অনুষ্ঠানের তিনজন উদ্য়োক্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নাইজেরিয়ায় পদপিষ্টের ঘটনা
গত মার্চ মাসে বিনা পয়সায় চালের ব্যাগ সংগ্রহ করার জন্য হুড়োহুড়ির পর পদপিষ্ট হয়ে দুই ছাত্র মারা যান, ২৩ জন আহত হন।
মার্চেই ক্যাশ-গিফট সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে চারজনের মৃত্যু হয়। সেই অর্থ মানুষ খাবার কেনার কাজে ব্যয় করতে পারতেন।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)