ঈদের জামাত যেখানে, যেভাবে
১৩ মে ২০২১সবাইকে বাসা থেকে ওযু করে নামাযে যেতে হবে, মাস্ক পড়তে হবে এবং দূরত্ব বজায় রেখে কাতারে দাড়াতে হবে।
বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, মহামারীর কারণে খোলা মাঠে ঈদ জামাত আয়োজনে নিষেধাজ্ঞা থাকায় এবারও জামাত হচ্ছে না দেশের সর্ববৃহৎ ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় ।
এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও ঢাকার আরো কিছু মসজিদে এক বা একাধিক জামাতের ব্যবস্থা থাকছে।
ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। ইসলামিক ফাউন্ডেশন জানায়, ঢাকার এ কেন্দ্রীয় মসজিদে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অর্থাৎ মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
সাধারণত দেশে ঈদের প্রধান জামাতটি হয় ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ সব শ্রেণি-পেশার মানুষ সেই জামাতে নামাজ পড়েন। কিন্তু মহামারীর কারণে গতবছর থেকে তার হচ্ছে না।
পুরান ঢাকার চকবাজার শাহী মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। তাছাড়া বড় কাটরা মাদ্রাসা মসজিদে সকাল ৮টায় ও লালবাগ শাহী মসজিদে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
তাছাড়া পুরান ঢাকার তারা মসজিদে সকাল সাড়ে ৮টা ও ৯ টায়; রায়সাহেব বাজার জামে মসজিদে সাড়ে ৮টায়; নিমতলী ছাতা মসজিদে সকাল ৮টা ও ৯টায়, আগামছি লেইন জামে মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় এবং বায়তুল মামুর জামে মসজিদে সকাল সোয়া ৮টা ও ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নবাবগঞ্জ বড় মসজিদে ঈদের জামাত হবে তিনটি। সেখানে সকাল ৭টায় , ৮টায় ও ৯টায় জামাত আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাছাড়া আজিমপুর কবরস্থান মসজিদে মোট চারটি জামাত আয়োজনের কথা জানানো হয়। সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় অনুষ্ঠিত হবে এ জামাত। আর ছাপড়া মসজিদে তিনটি জামাত হবে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়।
এদিকে মিরপুর দারুস সালাম লালকুঠি বড় মসজিদে সকাল ৭টায় একটি জামাত হবে। ধানমণ্ডির তাকওয়া মসজিদে সকাল সাড়ে ৭টা ও সকাল ৯টায় এবং বায়তুল আমান মসজিদে সকাল সাড়ে ৮টায়; ঈদগাহ মাঠ মসজিদে ৮টায় এবং সোবহানবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
গুলশান সেন্ট্রাল মসজিদে তিনটি জামাত আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল ৬টা, সাড়ে ৭টা এবং সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে এ তিনটি জামাত।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এবং শহীদুল্লাহ হল জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
আরআর/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)