আশাবাদী অর্থমন্ত্রী
১৭ জানুয়ারি ২০১৩বর্তমার সরকার ক্ষমতায় এসে অবকাঠামো খাতে মোট চারটি বড় আকারের কাজ করার কথা বলেছিল৷ এগুলোর মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ৮ লেন করা, মেট্রো রেল ও পদ্মা সেতু প্রকল্প অন্যতম৷ কিন্তু কোনো প্রকল্পই এখনও পর্যন্ত বাস্তবতার মুখ দেখেনি৷
বলা বাহুল্য, এই সময় সবচেয়ে আলোচিত পদ্মা সেতু প্রকল্প৷ এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ, তদন্তসহ নানা দিক নিয়ে আলোচনা, সমালোচনা চলছে বছর জুড়ে৷ বিশ্বব্যাংক একবার চলে যাওয়ার পর, আবারও ফিরে আসার কথা বলেছে স্বচ্ছভাবে দুর্নীতির তদন্তের শর্ত দিয়ে৷ আর সেই তদন্তে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যালেন এখনও পর্যন্ত অসন্তুষ্ট৷ এ অবস্থায় বাংলাদেশ সরকার বিশ্বব্যাংককে সময় বেধে দিয়েছে৷ তারা এই প্রকল্পে অর্থায়ন করবে কিনা – তা এ মাসের মধ্যেই জানাতে হবে৷ বিশ্বব্যাংক এ প্রকল্পে ফিরে না আসলে সরকার বিকল্পভাবে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করবে৷ কারণ, সরকারের হাতে আর সময় নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷
তিনি জানান, দুদক-এর তদন্ত এবং এ নিয়ে বিশ্বব্যাংকের মনোভাব তাঁর জানা নেই৷ সংবাদ মাধ্যম থেকে যা জেনেছেন তার বাইরে কিছুই জানেন না তিনি৷
তবে অর্থমন্ত্রী বলেন, এরই মধ্য বিশ্বব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের কর্মকর্তারা বৈঠক করেছেন৷ তাতে তাঁর মনে হয়েছে যে, বিশ্বব্যাংকের মনোভাব ইতিবাচক৷
জানা গেছে, শেষ বছরে সরকার তার নির্বাচনী ওয়াদা পূরণে উঠে পড়ে লেগেছে৷ তাই তারা যেভাবেই হোক মেয়াদের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করতে চায়৷ অর্থমন্ত্রী জানান, শুরুতে বিশ্বব্যাংক ছাড়াই পদ্মা সেতু প্রকল্পের কাজ শুরু হয়েছিল বাংলাদেশে৷ বড় প্রকল্প দেখে বিশ্বব্যাংকই নিজেদের গরজে এই প্রকল্প সহযোগী হয়৷