1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আশাবাদী অর্থমন্ত্রী

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৭ জানুয়ারি ২০১৩

শেষ পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করবে কিনা – তা এমাসের মধ্যেই বিশ্বব্যাংককে জানাতে বলেছে বাংলাদেশ সরকার৷ তারা যদি অর্থায়ন না করে, তাহলে সরকার বিকল্প উপায়ে পদ্মা সেতুর কাজ শুরু করবে বাংলাদেশ৷

https://p.dw.com/p/17Lde
প্রতীকী ছবিছবি: AP

বর্তমার সরকার ক্ষমতায় এসে অবকাঠামো খাতে মোট চারটি বড় আকারের কাজ করার কথা বলেছিল৷ এগুলোর মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ৮ লেন করা, মেট্রো রেল ও পদ্মা সেতু প্রকল্প অন্যতম৷ কিন্তু কোনো প্রকল্পই এখনও পর্যন্ত বাস্তবতার মুখ দেখেনি৷

Awami league leader Abul Mal Abdul Muhit Bild im Mail am 25.12.2008 zugeschickt Hiermit erkläre ich, DW Freie Mittarbeiter Samir Kumar Dey, mich damit einverstanden, daß die Deutsche Welle mein eigenes, als Anhang verschicktes, Bild für ihre Websiten verwenden darf. Kind regards, Arafatul Islam Deutsche Welle Bengali Service Kurt-Schumacher Straße 3 53113 Bonn, Germany Tel: +49 228 429 4708
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতছবি: DW/Kumar Dey

বলা বাহুল্য, এই সময় সবচেয়ে আলোচিত পদ্মা সেতু প্রকল্প৷ এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ, তদন্তসহ নানা দিক নিয়ে আলোচনা, সমালোচনা চলছে বছর জুড়ে৷ বিশ্বব্যাংক একবার চলে যাওয়ার পর, আবারও ফিরে আসার কথা বলেছে স্বচ্ছভাবে দুর্নীতির তদন্তের শর্ত দিয়ে৷ আর সেই তদন্তে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যালেন এখনও পর্যন্ত অসন্তুষ্ট৷ এ অবস্থায় বাংলাদেশ সরকার বিশ্বব্যাংককে সময় বেধে দিয়েছে৷ তারা এই প্রকল্পে অর্থায়ন করবে কিনা – তা এ মাসের মধ্যেই জানাতে হবে৷ বিশ্বব্যাংক এ প্রকল্পে ফিরে না আসলে সরকার বিকল্পভাবে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করবে৷ কারণ, সরকারের হাতে আর সময় নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷

তিনি জানান, দুদক-এর তদন্ত এবং এ নিয়ে বিশ্বব্যাংকের মনোভাব তাঁর জানা নেই৷ সংবাদ মাধ্যম থেকে যা জেনেছেন তার বাইরে কিছুই জানেন না তিনি৷

তবে অর্থমন্ত্রী বলেন, এরই মধ্য বিশ্বব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের কর্মকর্তারা বৈঠক করেছেন৷ তাতে তাঁর মনে হয়েছে যে, বিশ্বব্যাংকের মনোভাব ইতিবাচক৷

জানা গেছে, শেষ বছরে সরকার তার নির্বাচনী ওয়াদা পূরণে উঠে পড়ে লেগেছে৷ তাই তারা যেভাবেই হোক মেয়াদের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করতে চায়৷ অর্থমন্ত্রী জানান, শুরুতে বিশ্বব্যাংক ছাড়াই পদ্মা সেতু প্রকল্পের কাজ শুরু হয়েছিল বাংলাদেশে৷ বড় প্রকল্প দেখে বিশ্বব্যাংকই নিজেদের গরজে এই প্রকল্প সহযোগী হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য