বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে দুশ্চিন্তা
১৭ জানুয়ারি ২০১৩পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল এরই মধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে৷ আর সেই প্রতিবেদন নিয়ে চলছে নানা আলোচনা এবং নানামূখী তথ্যের বিস্তার৷ দুদক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন বিশ্বব্যাংকের সন্তুষ্টির কথা জানালেও শেষ পর্যন্ত জানা গেল দুই মন্ত্রী – মানে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে কেন দুদকের মামলার আসামি করা হলনা, তার ব্যাখ্যা চেয়েছে বিশ্বব্যাংক৷
বিশ্বব্যাংকের ঢাকার আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টাইন বিশেষজ্ঞ প্যানেলের অসন্তুষ্টির কথা জানালেও তিনি বলেছেন, এটি বিশ্বব্যাংকের মতামত নয়, একান্তই বিশেষজ্ঞ প্যনেলের মতামত৷ বিশ্বব্যাংক তার মতামত জানাবে৷ দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, বিশ্বব্যাংকের চিঠিতে দুদক সন্তুষ্ট৷ বিশ্বব্যাংকের সন্তুষ্টির কথা বলেন নি দুদক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন৷ এই জটিল অবস্থায় উদ্বিগ্ন বিশ্লেষকরা৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. এম এ তসলিম জানান, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন হলে যেখানে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখত, সেখানে এই দুর্নীতির কারণে এখন উল্টো প্রভাব পড়ছে৷ আর এটা দেশের ভাবমূর্তির জন্যই ক্ষতিকর৷
আর সিপিডির অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, পদ্মা সেতু প্রকল্প নিয়ে যে বিতর্ক এবং অস্বচ্ছতা সৃষ্টি হয়েছে, তার অবসান হওয়া প্রয়োজন৷ এর অবসান না হলে জটিলতা বাড়তেই থাকবে৷ যা দেশের এবং দেশের অর্থনীতির জন্য ক্ষতির কারণ হতে পারে৷
তাঁরা মনে করেন, বাংলাদেশের অর্থনীতিতে পদ্মা সেতু অনেক গুরুত্বপূর্ণ৷ মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বিশ্বব্যাংক সহ অন্যান্য দাতা সংস্থার সঙ্গে অর্থায়নের চুক্তি দেশবাসীকে যতটা আশান্বিত করেছিল পরিবর্তী পরিস্থিতি ততটাই হতাশ করেছে৷ এই হতাশা দূর করা খুবই প্রয়োজন৷