1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম

১৯ আগস্ট ২০১৪

হেংকিন দ্বীপ চীনের অন্যতম সমৃদ্ধশালী একটি নগরী৷ সেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম, যেখানে গেলে দেখতে পাওয়া যাবে ৬৩ মিটার দৈর্ঘ্যের এক বিশাল নীল তিমির স্ট্যাচু৷

https://p.dw.com/p/1CwYv
Dickbauchseepferdchen Hippocampus Abdominalis
ফাইল ফটোছবি: picture-alliance/dpa

ভাস্কর্যটি যেন হেংকিনের অর্থনৈতিক সমৃদ্ধিরই প্রতীক৷ অ্যাকোয়ারিয়ামে পানি রয়েছে প্রায় ৫০ হাজার টন৷ এ বছরের মার্চেই এটি জনসাধারণের জন্য খুলে দেয়া হয়৷ সেইসাথে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও স্থান করে নেয় এটি৷ নানা ধরনের মাছের পাশাপাশি, অ্যাকোয়ারিয়ামে আছে নীল সেইলফিশ, হাঙর ইত্যাদি৷ এর প্রবেশ মূল্য ৫০ ডলার৷

হেংকিন একসময় জেলেদের গ্রাম হিসেবেই সুপরিচিত ছিল৷ বর্তমানে এটি অর্থনৈতিক শক্তিশালী একটি এলাকা হিসেবে গড়ে উঠেছে৷ তৈরি হয়েছে অনেক বহুতল ভবন৷ শিক্ষা, শিল্প কারখানা, পর্যটনের জন্য চীনের মধ্যবিত্তদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এলাকাটি৷

হেংকিনের সরকার প্রধান নিউ জিং সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘‘হেংকিনের অবস্থানটা একেবারে ভিন্ন একটি জায়গায়, যেখানে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে, পাশে আছে ম্যাকাও ও হংকং৷''

দ্বীপটিকে পর্যটকদের কাছে আরও জনপ্রিয় করতে চীনা সরকার সেখানে নিষেধাজ্ঞা থাকা বিদেশি ওয়েবসাইটগুলো ব্যবহারের অনুমতি দেয়া হবে বলে গত বছর জানিয়েছিল সরকার সমর্থিত একটি পত্রিকা৷ ফলে চীনের মূল ভূখণ্ডের নাগরিকরা ফেসবুক, টুইটার ও ইউটিউব ব্যবহার করতে না পারলেও হেংকিনে গেলে সেগুলো ব্যবহার করতে পারার কথা৷

তবে এএফপি-র সংবাদদাতা জানিয়েছেন এখনো সেখানে ফেসবুক, টুইটার ব্যবহার করা যাচ্ছে না৷ এ ব্যাপারে হেংকিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তারা মন্তব্য করতে রাজি হয়নি৷

এপিবি/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য