মহাজোটের চার বছর
৭ জানুয়ারি ২০১৩আওয়ামী লীগ তার চার বছরের কাজকর্মে মোটামুটি আস্থাশীল৷ তবে বিরোধী দল মনে করে এ পর্যন্ত প্রতিশ্রুতি পালনে সরকার ব্যর্থ হয়েছে৷ আর বিশ্লেষকরা মনে করেন সরকারকে এই শেষ বছরে অনেকগুলো প্রতিশ্রুতি পালন করতে হবে৷
২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনে জিতে বর্তমান সরকার দায়িত্ব নেয় ২০০৯ সালের ৬ই জানুয়ারি৷ অনেক প্রত্যাশা নিয়ে মহাজোটকে ভোট দেয় দেশের মানুষ৷ তারা পায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা৷ সেই প্রত্যাশার জায়গায় মানুষ চার বছরেও হিসেব মিলাতে পারেনি৷ আর এখন তাদের আশংকা সামনের এক বছর নিয়ে৷ বিশেষ করে রাজনৈতিক সংঘাতে কেউ পেশায় থাকতে পারবেন কিনা, কাজ কর্ম করতে পারবেন কিনা৷ আবার এরই মধ্যে কেউ কেউ লোকসান গুনতে শুরু করেছেন৷
পদ্মা সেতু প্রকল্প যেখানে জাতীয় আকাঙ্খার সৃষ্টি করেছিল এখন তা জাতীয় হতাশায় পরিণত হয়েছে৷ আর আছে শেয়ারবাজারসহ আর্থিক খাতে নানা দুর্নীতি৷ যা সরকারকে তো বটেই দেশে মানুষকে বিব্রত করেছে৷ বললেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য৷ আর এর সঙ্গে যুক্ত হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাস, রাজনৈতিক নেতাদের গুম, অপহরণ৷
সরকারের সাফল্যও আছে৷ যুদ্ধাপরাধের বিচার শুরু, মিয়ামারের সঙ্গে সমুদ্রসীমা জয়, চালের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসা, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, শিশু ও মাতৃ মৃত্যুহার হ্রাস৷ শিক্ষার উন্নতি এবং বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই পৌছে দেয়ার ব্যবস্থা৷ কিন্তু শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলেন ফারুক চৌধুরী৷
তবে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ মনে করেন সীমিত সম্পদ আর বিপুল জনগোষ্ঠী এই দুটি দিক বিবেচনায় নিলে সরকারের সফলতা অনেক৷
আর বিরোধী দল বিএনপির সিনিয়র নেতা হান্নান শাহ মনে করেন সরকার পুরোপুরি ব্যর্থ৷
তবে সরকারের এই সফলতা বা ব্যর্থতা কতটুকু তা চূড়ান্ত বিচার করতে আরো এক বছর সময় আছে৷ আর নির্বাচনেই তার প্রতিফলন ঘটবে বলে মনে করেন বিশ্লেষকরা৷