1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মুসলিমদের নির্মূল করতে চেয়েছিলেন ম্লাদিচ’

২৩ নভেম্বর ২০১৭

সাবেক বসনিয়ান সার্ব কমান্ডার রাটকো ম্লাদিচের বিরুদ্ধে বুধবার জাতিসংঘের বিচারকরা যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন৷ প্রায় আট হাজার মুসলিম হত্যায় দণ্ডিত করা হয়েছে তাকে৷

https://p.dw.com/p/2o8Oj
আদালতে প্রবেশের সময় ম্লাদিচছবি: picture-alliance/AP Photo/P. Dejong

১৯৯৫ সালের জুলাই মাসে বসনিয়ার স্রেব্রেনিৎসা শহরে রাটকো ম্লাদিচের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে ঘটা সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড বলে পরিচিত এটি৷

বুধবার ম্লাদিচের বিরুদ্ধে রায় ঘোষণা করেন জাতিসংঘের উদ্যোগে গঠিত ‘ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর দ্য ফর্মার ইয়োগোশ্লাভিয়া' বা আইসিটিওয়াই-এর বিচারকরা৷ এই সময় ম্লাদিচকে স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ডসহ মোট দশটি অপরাধে দণ্ডিত করা হয়৷ এর মধ্যে গণহত্যা ছাড়াও আছে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ৷

আইসিটিওয়াই-এর বিচারক আলফোনস ওরি বলেন, ‘‘স্রেব্রেনিৎসায় পুরুষ ও তরুণদের হত্যা এবং নারী, বালক ও কয়েকজন বয়স্ক মানুষকে শহর ত্যাগ করতে বাধ্য করে ম্লাদিচ স্রেব্রেনিৎসা থেকে বসনিয়ান মুসলমানদের নির্মূল করতে চেয়েছিলেন৷’’

আদালতে উপস্থিত হয়ে রায় ঘোষণার আগে ম্লাদিচ ‘বিচারকরা মিথ্যা বলছেন’ বলে চিৎকার করতে থাকলে তাঁকে আদালত কক্ষ থেকে সরিয়ে নেয়া হয়৷

Bosnien Gräberfeld bei Srebrenica
স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ডের শিকারদের এখানে সমাহিত করা হয়েছেছবি: Getty Images/AFP/D. Dilkoff

রায় ঘোষণার সময় আদালতের বাইরে নিহতদের আত্মীয়রা ছবি নিয়ে দাঁড়িয়ে ছিলেন৷ স্বামী, বাবা ও সন্তান হারানো নেদজিবা সালিহোভিচ বলেন, ‘‘ম্লাদিচ দ্য হেগে মারা যাবে৷ ন্যায়বিচার হওয়ায় আমি খুব খুশি৷’’

এদিকে, মাদার্স অফ স্রেব্রেনিৎসা অ্যাসোসিয়েশনের সভাপতি মুনিরা সুবাসিচ জানান, ম্লাদিচের বিরুদ্ধে দেয়া রায়ে তিনি ‘আংশিক খুশি’, কারণ, কয়েকটি গ্রামে গণহত্যা চালানোয় ম্লাদিচকে অভিযুক্ত করা হয়নি৷

তবে ম্লাদিচের রায়ে রাদোভান কারাজিচের বিরুদ্ধে দেয়া রায়ের চেয়ে বেশি খুশি হয়েছেন সুবাসিচ৷ কারণ, ম্লাদিচের মতো একই রকম অভিযোগে অভিযুক্ত কারাজিচকে গত বছর ৪০ বছরের সাজা দেয়া হয়৷

প্রতিক্রিয়া

‘বসনিয়ার কসাই’ ম্লাদিচের বিরুদ্ধে দেয়া রায়ের পর সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ তাঁর দেশের নাগরিকদের অতীত নিয়ে পড়ে না থেকে ভবিষ্যতের দিকে তাকাতে বলেছেন৷ একই রকম বক্তব্য শোনা গেছে বসনীয় মুসলমানদের নেতা বাকির ইজেৎবগোভিচের কণ্ঠে৷ সার্বদের উদ্দেশে তিনি বলেন, ‘‘সত্যকে স্বীকার করাই একমাত্র রাস্তা, একমাত্র উপায়৷ তাহলে দেশের ভবিষ্যৎ অতীতের চেয়ে ভালো হবে৷’’

ইউরোপীয় ইউনিয়ন ‘হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতে’ বলকান অঞ্চলের দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছে৷ জাতিসংঘ রায়কে ‘ন্যায়বিচারের পক্ষে অবিস্মরণীয় বিজয়’ বলে আখ্যায়িত করেছে৷ যুক্তরাষ্ট্র বলকান অঞ্চলের সবাইকে একত্র হয়ে ঐ অঞ্চলের উন্নতির জন্য কাজ করার আহ্বান জানিয়েছে৷ জার্মানিও রায়কে স্বাগত জানিয়েছে৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)