ভোট দিচ্ছেন আফগানরা
২৮ সেপ্টেম্বর ২০১৯দেশটির চতুর্থ রাষ্ট্রপতি নির্বাচনে ৫ হাজার ৩৭৩টি ভোটকেন্দ্রে ভোট দিতে ৯৬ লাখ ভোটার নিবন্ধিত হয়েছেন, এরমধ্যে ৩৩ লাখ নারী৷ সুষ্ঠুভাবে ভোট শেষ করতে মোতায়েন করা হয়েছে ৭২ হাজার নিরাপত্তাকর্মী৷
সহিংসতার হুমকি থাকায় এবার মোট ভোটকেন্দ্রের এক-তৃতীয়াংশ বন্ধ রাখা হয়েছে৷ বেশ কিছু দিন ধরে ভোটকেন্দ্রে হামলার হুমকি দিয়ে আসছিল জঙ্গিরা৷
ভোট জালিয়াতি নিয়ে উদ্বেগ থাকলেও স্বাধীন নির্বাচন কমিশন বলছে, বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটারদের নিবন্ধন হওয়ায় জালিয়াতি ঠেকানো যাবে৷
এই নির্বাচনের জন্য প্রায় ১৫০ মিলিয়ন ডলার ব্যয় ধরা হয়েছে৷ এরমধ্যে আফগান সরকার দিয়েছে ৯০ মিলিয়ন ডলার, বাকি অর্থ আন্তর্জাতিক অনুদান৷
রাষ্ট্রপতি পদে নির্বাচনে অংশ নিতে ১৮ জন মনোনয়নপত্র দাখিল করেন৷ কিন্তু চারজনের প্রার্থীতা বাতিল হওয়ায় ভোটাররা ১৪ জনের মধ্য থেকে একজনকে বেছে নিতে ভোট দিচ্ছেন৷
স্থানীয় গণমাধ্যগুলো বর্তমান রাষ্ট্রপতি আশরাফ গনি এবং তার প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে৷ এরা দুজন তথাকথিত জাতীয় ঐক্যমত্যের সরকারের অংশ হিসেবে পাঁচ বছর ধরে দেশ পরিচালনা করছেন৷
২০১৪ সালে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি হয়েছিলেন আশরাফ গনি ও আবদুল্লাহ৷ ২০০৯ সালে হামিদ কারজাইর কাছে হেরে যান আবদুল্লাহ৷
ট্রান্সপারেন্ট ইলেকশন ফাউন্ডেশন অব আফগানিস্তান (টিএফএ) সাত হাজার মানুষের মধ্যে এক জরিপ চালিয়ে বলছে, রাষ্ট্রপতি হিসেবে আবদুল্লাহ আবদুল্লাহর জয়ী হওয়ার সম্ভাবনা বেশি৷
সাড়ে ৩ কোটি মানুষের যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানে তালেবানদের সঙ্গে দফায় দফায় শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় প্রায়ই বোমা হামলার ঘটনা ঘটছে৷ সম্প্রতি দেশটির পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বেশ কয়েকটি শক্তিশালী বোমা বিস্ফোরণে শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হন৷
এসআই/এসিবি (ডিপিএ)