1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোনাল্ডো-মেসির আধিপত্য ভেঙে বিশ্বসেরা মডরিচ

২৫ সেপ্টেম্বর ২০১৮

রেয়াল মাদ্রিদ আর ক্রোয়েশিয়ার লুকা মডরিচ ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন৷ রেয়ালকে টানা তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগ জেতানো ছাড়াও ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যেতে সহায়তা করেন তিনি৷

https://p.dw.com/p/35Rsp
FIFA The Best Wahl |  Luka Modric und Marta
ছবি: Reuters/J. Sibley

ফলে ১০ বছর পর ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির বাইরে অন্য একজন ফিফার বর্ষসেরা হলেন৷

সোমবার লন্ডনে এক অনুষ্ঠানে মডরিচের হাতে পুরস্কার তুলে দেয়া হয়৷ তবে সেই অনুষ্ঠানে মেসি কিংবা রোনাল্ডো কেউ উপস্থিত ছিলেন না৷ সেরা তিন ফুটবলারের তালিকায় রোনাল্ডোর নাম থাকলেও তিনি অনুষ্ঠানে যাননি৷ আর গত ১২ বছরের মধ্যে এই প্রথম সেরা তিনের তালিকায় ছিলেন না মেসি৷

এমন অনুষ্ঠানে রোনাল্ডো-মেসির অনুপস্থিতির সমালোচনা করেছেন অনেকে৷ বিষয়টি নিয়ে কথা বলেছেন মডরিচও৷ তিনি বলেন, ‘‘প্রত্যেকের নিজস্ব কারণ থাকে৷ অবশ্যই তাঁরা এখানে থাকলে আমার ভালো লাগত, কিন্তু তাঁরা নেই৷'' অবশ্য ঐ দুই খেলোয়াড়ের প্রশংসাও করেন মডরিচ৷ তিনি বলেন, ‘‘তাঁরা এই বিশ্বের প্রধান দুই খেলোয়াড়৷'' তবে এবার ঐ দুজনের বাইরে অন্য খেলোয়াড়দের স্বীকৃতি দেয়ায় সন্তোষ প্রকাশ করেন মডরিচ৷ ভবিষ্যতে আরো ডিফেন্ডার ও মিডফিল্ডার এই অ্যাওয়ার্ড জিতবেন বলেও আশা প্রকাশ করেন তিনি৷

এর আগে রাশিয়া বিশ্বকাপের সেরা খেলোয়াড় এবং উয়েফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন মডরিচ৷ ‘‘এটা একটা অবিশ্বাস্য বছর ছিল৷ আমার জীবনের সেরা মরসুম,'' বলেন ৩৩ বছর বয়সি মডরিচ৷ বিশ্বকাপে দুটি গোল করা ছাড়াও রাশিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে গোল করেন মডরিচ৷

ফিফার বর্ষসেরা তিন খেলোয়াড়ের তালিকায় মডরিচ ও রোনাল্ডো ছাড়া অন্য নামটি হচ্ছে লিভারপুল ও মিশরের মোহামেদ সালাহ৷ লিভারপুলের হয়ে গত মরসুমে ৪৪ গোল করায় সেরা তিনে ঠাঁই পান তিনি৷

এদিকে, চ্যাম্পিয়নস লিগে টানা ছয়বারের মতো সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন রোনাল্ডো৷ গত মরসুমে ঐ প্রতিযোগিতায় তিনি গোল করেন ১৫টি৷ এরপর বিশ্বকাপে গিয়ে চারটি গোল করেন৷ তবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ও ফাইনালে গোল না পাওয়ায় বর্ষসেরার প্রতিযোগিতায় মডরিচের পেছনে পড়ে যান রোনাল্ডো৷

খালি হাতে ফেরেননি সালাহ

বর্ষসেরা খেতাব না পেলেও সেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড' জিতে নিয়েছেন সালাহ৷

এভারটনের বিপক্ষে করা সালাহর এই গোল চ্যাম্পিয়নস লিগে করা রোনাল্ডো ও গ্যারেথ বেলের গোলকে পেছনে ফেলে দেয়৷ সমর্থকরা অনলাইনে ভোট দিয়ে সালাহর গোলকেই সেরা হিসেবে রায় দেন৷

মেসি, রোনাল্ডোর ভোট পেয়েছেন যাঁরা

ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচনে সব দেশের অধিনায়ক ও কোচ ছাড়াও নির্বাচিত সাংবাদিকরা ভোট দিয়ে থাকেন৷ এবার অবশ্য প্রথমবারের মতো সমর্থকরাও অনলাইনে ভোট দিতে পেরেছেন৷

আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে মেসি যথাক্রমে মডরিচ, এমবাপ্পে ও রোনাল্ডোকে ভোট দিয়েছিলেন৷ তবে পর্তুগালের অধিনায়ক হিসেবে রোনাল্ডোর কোনো ভোট পাননি মেসি৷ রোনাল্ডো তাঁর সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছিলেন যথাক্রমে রাফায়েল ভারান, মডরিচ ও গ্রিজমানকে৷

বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার সেরা তিন হলেন রোনাল্ডো, মেসি ও মডরিচ৷ আর কোচ জেমস ডে'র পছন্দ রোনাল্ডো, এমবাপ্পে ও গ্রিজমান৷

অন্যান্য পুরস্কার

সেরা কোচ: ফ্রান্সের দিদিয়ে দেশঁ

সেরা গোলরক্ষক: বেলজিয়ামের টিবো কর্তুয়া

সেরা নারী খেলোয়াড়: ব্রাজিলের মার্তা

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য