রেয়ালের বিরুদ্ধে প্রতিশোধের সুযোগ
১৬ মার্চ ২০১৮শুক্রবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র'র অন্যান্য সিদ্ধান্ত অনুযায়ী, লিভারপুল খেলবে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে, বার্সেলোনা রোমার সঙ্গে আর জার্মানির বায়ার্ন মিউনিখের খেলা পড়েছে সেভিয়ার সঙ্গে৷
গতবারের ফাইনালে রেয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হেরেছিল জুভেন্টাস৷ তবে তারাই আবার ২০১৫ সালের সেমিফাইনালে রেয়ালকে হারিয়েছিল৷ এবার নেইমারহীন পিএসজিকে হারিয়ে কোয়ার্টারে এসেছে রেয়াল৷ আর জুভেন্টাস শেষ ১৬-র খেলায় হারিয়েছে টটেনহামকে৷ ঐ লেগের দুই ম্যাচে জুভেন্টাসের প্রতিযোগিতামূলক মনোভাবের কথা উল্লেখ করে রেয়াল মাদ্রিদের ডিরেক্টর এমিলিও বুত্রাগেনো বলেন, রেয়াল ও জুভেন্টাসের মধ্যে ‘খুবই বিশেষ ম্যাচ' হবে৷
এদিকে, কোয়ার্টার ফাইনালে ওঠা ইংলিশ প্রিমিয়ারের দু'টো দল লিভারপুল আর ম্যানচেস্টার সিটি পরস্পরের মুখোমুখি হবে৷ লিগের বর্তমান পয়েন্ট তালিকা অনুযায়ী, ম্যান সিটি শীর্ষে আছে৷ লিভারপুল আছে চতুর্থ অবস্থানে৷ পয়েন্টের হিসেবে ম্যান সিটির চেয়ে ২১ পয়েন্টে পিছিয়ে আছে লিভারপুল৷
কোয়ার্টার ফাইনাল সম্পর্কে ম্যান সিটির ডিরেক্টর শিকি বেগিরিস্টেইন বলেন, ‘‘আমরা একে অপরকে ভালোভাবে চিনি৷ তারা বেশ আক্রমণাত্বক খেলা খেলে৷ কিন্তু আসল কথা হচ্ছে, দারুণ দু'টো খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে৷''
বার্সেলোনার সঙ্গে ড্র হয়ে রোমা বেশ উচ্ছ্বসিত বলে মন্তব্য করেছেন ক্লাবটির সাবেক অধিনায়ক ফ্রান্সেসকো টট্টি৷ একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘‘চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার সঙ্গে খেলা – এমন একটা ম্যাচ ভোলা কঠিন হবে৷''
তবে রোমার স্পোর্টিং ডিরেক্টর বলছেন, ‘‘আপনি বলতে পারেন না যে, আমরা এই ড্রতে বেশ ভাগ্যবান ছিলাম৷''
২০১৫ সালে বার্সেলোনার ন্যু ক্যাম্পে শেষ খেলেছিল রোমা৷ ঐ ম্যাচে ৬-১ গোলে হেরেছিল তারা৷
কোয়ার্টারে বার্সা আর রেয়ালকে এড়াতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সেভিয়ার গোলরক্ষক স্ভেন উলরাইশ৷ তবে বায়ার্ন মিউনিখের সঙ্গে খেলাটাও কঠোরতর হবে বলেই মন্তব্য করেছেন তিনি৷ তবে তাদের সঙ্গে পেরে ওঠা সম্ভব বলে মনে করছেন উলরাইশ৷ এ প্রসঙ্গে তিনি শেষ ১৬-র খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর কথা সবাইকে মনে করিয়ে দিয়েছেন৷
বায়ার্ন মিউনিখের স্পোর্টস ডিরেক্টর হাসান সালিহামিদজিচও ম্যান ইউনাইটেডকে হারানোর বিষয়টি উল্লেখ করে বলেছেন, ‘‘সেভিয়া সহজ দল নয়৷ এটা কোনোভাবে সহজ ড্র ছিল না৷ তারা দুর্ঘটনাবশত এই পর্যায়ে আসেনি৷''
কোয়ার্টার ফাইনালের দুই পর্বের খেলা হবে ৩-৪ এপ্রিল ও ১০-১১ এপ্রিল৷ সেমিফাইনাল হবে ২৪-২৫ এপ্রিল ও ১-২ মে৷ এরপর ২৬ মে ইউক্রেনের কিয়েভে এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে৷
এদিকে, শুক্রবার ইউরোপা লিগেরও ড্র অনুষ্ঠিত হয়েছে৷ আর্সেনাল খেলবে মস্কোর সঙ্গে৷ আর অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে পর্তুগালের স্পোর্টিং ক্লাবের সঙ্গে৷
জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)