1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলোচনায় যোগ দিতে কাবুলে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা

২১ আগস্ট ২০২১

পরবর্তী সরকার কেমন হবে সেই আলোচনায় যোগ দিতে কাবুল এসেছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার৷ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ এবং আফগানিস্তানের রাজনীতিবিদরাও এই আলোচনায় যোগ দেবেন বলে জানিয়েছেন এক তালেবান নেতা৷

https://p.dw.com/p/3zJyl
যুক্তরাষ্ট্রের সঙ্গে দোহায় শান্তি আলোচনায় তালেবান নেতাদের সঙ্গে মোল্লা আবদুল গনি বারাদার (ফাইল ছবি)ছবি: Alexander Zemlianichenko/AFP

যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারে শান্তি আলোচনায় নেতৃত্ব দেয়া তালেবান নেতা মোল্লা বারাদার শনিবার কাবুলে এসেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এ তালেবান নেতা।

নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, মোল্লা বারাদার দলটির কমান্ডার, সাবেক সরকারের নেতৃবৃন্দ, নীতি নির্ধারক ও ধর্মীয় চিন্তাবিদদদের সঙ্গেও বৈঠক করবেন৷  তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আফগানিস্তান সরকারের একটি নতুন মডেল হাজির করবেন৷ অভ্যন্তরীণ নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুগুলো মোকাবিলা করতে পৃথক দল গঠন করা হবে৷ তিনি বলেন, ‘সংকট সমাধানে সাবেক সরকারের বিশেষজ্ঞদেরও’ যুক্ত করা হবে৷

নতুন এই সরকারের কাঠামো পশ্চিমা সংজ্ঞা অনুসারে গণতান্ত্রিক না হলেও ‘প্রত্যেকের অধিকার রক্ষা’ করা হবে বলে উল্লেখ করেন তিনি৷

এর আগে কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে তালেবানরা৷ শান্তি প্রতিষ্ঠা, কারো প্রতি বৈরিতা না রাখাসহ ইসলামী শরীয়া কাঠামোর মধ্যে নারীদের অধিকার প্রদানের কথা বলেছেন তালেবান মুখপাত্র৷

১৯৯৬ থেকে ২০০১ সালে ক্ষমতায় থাকাকালে মেয়েদের স্কুলে পড়াশোনা, বাইরে পুরুষদের সঙ্গে কাজ করা নিষিদ্ধের পাশাপাশি মেয়েদের পুরো শরীর ঢাকা বোরকা পরতে বাধ্য করেছিল মৌলবাদী সংগঠনটি৷

সরকার গঠনের আলোচনা প্রক্রিয়ার বিষয়ে অবগত এক তালেবান বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, আগামী ৩১ আগস্টের আগে নতুন সরকারের ঘোষণা দেওয়া হবে না৷ উল্লেখ্য আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো বাহিনীর দেশটি ছেড়ে যাওয়ার সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত৷  

এদিকে ক্ষমতাচ্যুত সরকারের উর্ধ্বতন কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ টুইটে জানিয়েছেন, তিনি এবং সাবেক প্রধানমন্ত্রী কারজাই কাবুলে তালেবানের গভর্নরের সঙ্গে শনিবার বৈঠক করেছেন৷ শহরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সমস্ত ব্যবস্থা নিবেন বলে তাদের আশ্বাস দিয়েছেন৷

কে এই বারাদার?

তালেবানের প্রতিষ্ঠাকালীন নেতাদের একজন মোল্লা আবদুল গনি বারাদার৷ তিনি মোল্লা ওমরের সবচেয়ে বিশ্বস্ত কমান্ডার হিসেবে পরিচিত ছিলেন৷ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান ক্ষমতায় থাকাকালে তিনি সরকার ও বাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন৷ ২০০১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালানোর পর তালেবানের পতন ঘটলে তিনি আত্মগোপন করেন৷ ২০১০ সালে তাকে করাচি থেকে গ্রেপ্তার করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী৷ সে সময়শেকল পরিয়ে গণমাধ্যমের সামনে হাজির করা হয়েছিল তাকে৷ 

২০১৮ সালে পাকিস্তান বারাদারকে মুক্তি দেয়৷ এরপর তিনি কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধানের দায়িত্ব নেন৷ ২০২০ সাল থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায়৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে তালেবানের আশ্বাস

 এক ন্যাটো কর্মকর্তা জানিয়েছেন, তালেবানের নিয়ন্ত্রণে আসার পর এখন পর্যন্ত তারা ১২ হাজার বিদেশি ও আফগান নাগরিককে কাবুল বিমান বন্দর থেকে নিয়ে আসতে সক্ষম হয়েছেন৷ শনিবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা এখন পর্যন্ত প্রায় দুই হাজার জনকে কাবুল থেকে আনতে সক্ষম হয়েছেন৷ সুইজারল্যান্ড এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে উজবেকিস্তানের সঙ্গে একটি চার্টার ফ্লাইট স্থগিত করেছে৷ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক ঘণ্টায় কাবুল বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে৷ শত শত মানুষ বিমান বন্দরে প্রবেশ করতে উন্মুখ থাকায় সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে৷

এদিকে আফগানিস্তানের স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটি ছাড়তে যাওয়া ১৫০ জনকে কাবুল বিমানবন্দর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে৷ তাদের মধ্যে ছিলেন আফগানিস্তানে বসবাসরত শিখ ও ভারতীয় নাগরিক৷ তালেবানের মুখপাত্র আহমাদুল্লাহ ওয়াসেক তা অস্বীকার করে বলেছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছিল এবং পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে৷

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা অভিযোগ করে বলেছে, বিক্ষোভকারী এবং আগের সরকার ও অ্যামেরিকানদের সঙ্গে কাজ করা নাগরিকদের উপর তালেবানরা বিভিন্ন জায়গায় প্রতিশোধমূলক ব্যবস্থা নিচ্ছে৷ এই বিষয়ে জানতে চাইলে রয়টার্সকে এক তালেবান নেতা বলেন, ‘‘আমরা নাগরিকদের উপর নিষ্ঠুরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর কিছু ঘটনা জানতে পেরেছি৷ যদি তালেবানের কোন সদস্য এমন আইন-শৃঙ্খলাজনিত সমস্যা করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত হবে৷’’ তিনি আরো বলেন, ‘‘আমরা আতঙ্ক, চাপ ও উদ্বেগের বিষয়টি বুঝতে পারছি৷ মানুষ মনে করছে আমরা দায়িত্বশীল হব না, কিন্তু বিষয়টি তেমন নয়৷’’

তালেবানকে স্বীকৃতি দেবে না ইউরোপ

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন তালেবানের সঙ্গে কোন আলোচনা করবে না বা তাদেরকে স্বীকৃতিও দেবে না৷ ‘‘আমরা তালেবানের আশ্বাস বাণী শুনেছি, কিন্তু আমরা তাদের কর্মকাণ্ড দিয়েই তাদেরকে বিবেচনা করব,’’ স্পেনের মাদ্রিদে কাবুল থেকে নিয়ে আসা আফগানদের অভ্যর্থনা কেন্দ্র পরিদর্শন শেষে শনিবার তিনি এই কথা বলেন৷

ইইউ প্রধান জানান, আফগানিস্তানে মানবিক সহায়তা হিসেবে চলতি বছর যে ছয় কোটি ৭০ লাখ ডলার দেয়া হবে তার পরিমান বৃদ্ধির প্রস্তাব করবেন তিনি৷ তবে এই অর্থ যেন মানবাধিকার, নারীদের অধিকার ও সংখ্যালঘুদের জন্য ব্যয় হয় কঠোরভাবে সেই শর্ত দেয়া থাকবে বলেও জানান ইউরোপীয় কমিশন প্রধান৷

এফএস/আরআর (রয়টার্স, আরআর)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান