1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার কড়া সমালোচনা করলেন মেদভেদেভ

৭ অক্টোবর ২০১১

টিউনিশিয়া, মিশর বা লিবিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে আন্তর্জাতিক সমর্থন পাওয়া গেলেও সিরিয়ার ক্ষেত্রে রাশিয়া ও চীনের আপত্তিতে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া সম্ভব হচ্ছে না৷ সেই রাশিয়াই এবার সিরিয়ার সমালোচনা করলো৷

https://p.dw.com/p/12nvt
Dmitri Medwedew
রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ প্রকাশ্যে সিরিয়ার বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হলেন...ছবি: AP

রাশিয়ার উভয় সংকট

আরব জগতে গণতন্ত্রকামী আন্দোলনের প্রতি কমবেশি আন্তর্জাতিক সমর্থন দেখা যাচ্ছে৷ লিবিয়ায় গাদ্দাফির বিরুদ্ধে ন্যাটোর সামরিক অভিযানের পক্ষে প্রস্তাব অনুমোদনের সময় ভোটদানে বিরত থেকে কার্যত সমর্থনই জানিয়েছিল রাশিয়া ও চীন৷ কিন্তু সিরিয়ার প্রশ্নে পশ্চিমা জোটের সক্রিয় এই ভূমিকায় ঘোর আপত্তি রাশিয়ার৷ প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাথ পার্টি বা সমাজতান্ত্রিক দলের সরকারের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক৷ গোটা অঞ্চলে সিরিয়ার কৌশলগত গুরুত্বও বিশাল৷ এই অবস্থায় সেখানে ন্যাটো বা পশ্চিমা বিশ্বের খবরদারি সহ্য করতে রাজি নয় মস্কো৷ অন্যদিকে আবার সিরিয়াকে ঘিরে কৌশলগত স্বার্থ ও অবস্থানের ফলে আরব বিশ্বে সমালোচনার মুখে পড়েছে রাশিয়া৷ বিক্ষোভকারীদের দমন-পীড়ন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যে বাশার আল আসাদের মতো স্বৈরাচারী শাসকের প্রতি রাশিয়ার জোরালো সমর্থন মানুষ ভালোভাবে নিচ্ছে না৷ সিরিয়ায় বিক্ষোভকারীরা রাশিয়া ও চীনের পতাকা পুড়িয়েছে৷ তাই শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ প্রকাশ্যে সিরিয়ার বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হলেন বলে মনে করা হচ্ছে৷

Superteaser Großbildteaser ### Achtung, nicht für CMS-Flash-Galerien! ### 921927 06/11/2011 June 11, 2011. Russian President Dmitry Medvedev, left, and Prime Minister Vladimir Putin, right, talking during an informal meeting at the Gorki residence. Dmitry Astakhov/RIA Novosti
রাশিয়ার দুই নায়ক - দিমিত্রি মেদভেদেভ ও ভ্লাদিমির পুটিনছবি: picture-alliance/RIA Novosti

কৌশলগত স্বার্থ সত্ত্বেও আসাদের উপর চাপ

মেদভেদেভ যা বললেন, তার মূল অর্থ হলো, সিরিয়ার প্রশ্নে রাশিয়ার অবস্থান অত্যন্ত স্পষ্ট৷ প্রথমত, সিরিয়ার ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবে সেদেশের মানুষ ও সরকার – ন্যাটো বা ইউরোপের কোনো দেশ এবিষয়ে তাদের সিদ্ধান্ত বাইরে থেকে চাপিয়ে দিলে চলবে না৷ তবে একইসঙ্গে বাশার আল আসাদের সরকারেরও কড়া সমালোচনা করেন তিনি৷ সেইসঙ্গে তিনি জানিয়ে দেন, সিরিয়ার বর্তমান সংকট সত্ত্বেও রাশিয়া মোটেই হাত গুটিয়ে বসে নেই৷ বরং নিজস্ব প্রভাব কাজে লাগিয়ে মস্কো আসাদ প্রশাসনের উপর সংস্কারের জন্য চাপ দিয়ে চলেছে৷ তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার করতে ব্যর্থ হলে সেদেশের নেতৃত্বের ক্ষমতা ছেড়ে চলে যাওয়া উচিত৷ মেদভেদেভের এমন হুমকির ফলে কতটা কাজ হবে, তা এখন অপেক্ষা করে দেখতে হবে৷

Syrien Präsident Bashar Assad
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদছবি: picture-alliance/ dpa

জুম্মার নামাজের পর বিক্ষোভ

দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ এবং বিক্ষোভকারীদের দমন করতে নিরাপত্তা বাহিনীর হিংসাত্মক পদক্ষেপের খবর আসছে৷ বিক্ষোভের আশঙ্কায় শুক্রবার তারা বিভিন্ন মসজিদ ঘিরে রেখেছিল৷ এমনকি আল রাস্তান শহরে সাঁজোয়া গাড়ি নিয়ে অপেক্ষা করছিল সামরিক বাহিনী৷ রাজধানী দামেস্কের উপকণ্ঠে দৌমা, হোমস শহরের কেন্দ্রস্থলে বাব শবা এলাকা, দেইর আল জর ও হামা শহরেও বিক্ষোভকারীদের দিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে৷ কমপক্ষে ৯ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে বলে বিরোধীরা দাবি করছে৷ এর মধ্যে সিরিয়ায় বিরোধীরা ইতিমধ্যে এক ঐক্যবদ্ধ জোটও গঠন করেছে৷ 

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য