সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলনে নিহত ৩,০০০
১৪ অক্টোবর ২০১১জাতিসংঘের মানবাধিকার কমিশন
সিরিয়ার গণতন্ত্রকামীদের উপর সরকারি বাহিনীর দমনপীড়নে প্রাণ হারিয়েছে ৩,০০০ মানুষ৷ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান নাভি পিল্লাই জানিয়েছেন, নিহতের মধ্যে ১৮৭ শিশু রয়েছে৷ এছাড়া গত সাত মাসে সিরিয়া সরকার আটক করেছে অসংখ্য গণতন্ত্রকামীকে৷ জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, গত দশদিনে নিহতের সংখ্যা ১০০৷ সিরিয়া সরকারের দাবি অবশ্য ভিন্ন৷ সেদেশের বক্তব্য অনুযায়ী, সশস্ত্র গুণ্ডাবাহিনী বিশৃঙ্খলা সৃষ্টি করছে৷ এতে নিরাপত্তা বাহিনীর ১,১০০ সদস্য নিহত হয়েছে বলেও দাবি সেদেশের৷
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
সিরিয়ার গণতন্ত্রকামীদের উপর সরকারি বাহিনীর দমনপীড়ন বন্ধ করার চেষ্টায় কয়েকদিন আগেই নিরাপত্তা পরিষদে একটি কঠোর প্রস্তাব উত্থাপন করে ইউরোপের দেশগুলোর প্রতিনিধিরা৷ কিন্তু রাশিয়া এবং চীন তাতে ভিটো প্রদান করে৷ ফলে সেই প্রস্তাবের বাস্তবায়ন সম্ভব হয়নি৷ তবে এখনকার পরিস্থিতি ভিন্ন মনে হচ্ছে৷ বিশেষ করে বেইজিং এবং মস্কো এখন সিরিয়ার সরকারের উপর চাপ সৃষ্টি করতে শুরু করেছে৷ দুই দেশই সরকার ব্যবস্থায় সংস্কারের জন্য বাশার প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে৷
এদিকে, নাভি পিল্লাই শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, সিরিয়ায় সহিংসতা অব্যাহত থাকলে তা পূর্ণ গৃহযুদ্ধে রূপ নিতে পারে৷ তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের সকল সদস্যের দায়িত্ব হচ্ছে, সম্মিলিতভাবে সিরিয়ায় সহিংসতা বন্ধে উদ্যোগ নেওয়া৷
জুম্মাবারে সিরিয়ার পরিস্থিতি
সিরিয়ার নিরাপত্তা বাহিনী শুক্রবার কমপক্ষে ৬ প্রতিবাদকারীকে গুলি করে হত্যা করেছে৷ সেদেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদ'এর পদত্যাগের দাবিতে এক বিক্ষোভকালে তারা গুলি চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে৷ আন্দোলনকারীদের দাবি, শুক্রবার সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো এবং দামেস্কের উপশহর এলাকায় সরকারবিরোধীদের উপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী৷ এছাড়া কুর্দি নেতা মিশাল টামোকে হত্যার প্রতিবাদে কোয়ামিশলি শহরে বিক্ষোভ করেছে কমপক্ষে ২০,০০০ কুর্দি৷ তাদের দাবি, সরকারি বাহিনী এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে৷ চলতি মাসের শুরুর দিকে নিহত হন টামো৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক