1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হ্যারি পটারের আসল ম্যাজিক বক্স অফিসে

১৬ জুলাই ২০১১

এছাড়া হ্যারি পটারের জন্ম ব্রিটেনে হলেও, তাঁর আসল ভক্তরা সম্ভবত সাগরপারে, মার্কিন যুক্তরাষ্ট্রে, শুক্রবার শেষ হ্যারি পটার ছবিটি যেখানে মুক্তি পায়৷

https://p.dw.com/p/11wXf
Harry Potter und die Heiligtümer des Todes Teil 2 Filmplakat Kinostart Deutschland 14 Juli.

‘হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোস দ্বিতীয় পর্ব' হল অষ্টম হ্যারি পটার ছবি৷ মার্কিন মুলুকে প্রথম প্রদর্শনেই, অর্থাৎ চব্বিশ ঘণ্টার মধ্যে ছবিটি সংগ্রহ করেছে ৪৪ মিলিয়ন ডলার৷ সামনে আবার উইকএন্ড পড়ে রয়েছে৷ কাজেই হ্যারির পরের রেকর্ডটা আর মারে কে! শুধু অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ৩২ মিলিয়ন ডলারের৷ কাজেই হ্যারি পটার সর্বকালের অর্থকরি মোহরতের দিকে এগোচ্ছে৷

কারণটাও বোঝা দরকার৷ যুক্তরাষ্ট্রে প্রথম হ্যারি পটার নভেলটি বের হয় ১৯৯৮ সালে৷ সে'যাবৎ একটি গোটা প্রজন্ম বড় হয়েছে, বেড়ে উঠেছে এই হ্যারি পটারের কল্পলোকে বিচরণ করে৷ আজ হ্যারি আঠেরোয় পা দিচ্ছে৷ শেষ হ্যারি পটার নভেল, শেষ হ্যারি পটার ছবি৷ তেরো বছর সাসপেন্সের পর কাহিনীর অন্ত৷ এককালের বিটলস ফ্যানরা যেমন সারাজীবন বিটলস ফ্যানই থেকে যান, হ্যারি পটারের অগুণতি ফ্যানরাও তো সেরকম৷

খোদ ড্যানিয়েল ব়্যাডক্লিফ যেমন শুটিং'এর শেষ দিনে সেট থেকে শুধু হ্যারি পটারের দু'জোড়া চশমা পকেটে পুরেছে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান