হ্যারি পটারের আসল ম্যাজিক বক্স অফিসে
১৬ জুলাই ২০১১‘হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোস দ্বিতীয় পর্ব' হল অষ্টম হ্যারি পটার ছবি৷ মার্কিন মুলুকে প্রথম প্রদর্শনেই, অর্থাৎ চব্বিশ ঘণ্টার মধ্যে ছবিটি সংগ্রহ করেছে ৪৪ মিলিয়ন ডলার৷ সামনে আবার উইকএন্ড পড়ে রয়েছে৷ কাজেই হ্যারির পরের রেকর্ডটা আর মারে কে! শুধু অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ৩২ মিলিয়ন ডলারের৷ কাজেই হ্যারি পটার সর্বকালের অর্থকরি মোহরতের দিকে এগোচ্ছে৷
কারণটাও বোঝা দরকার৷ যুক্তরাষ্ট্রে প্রথম হ্যারি পটার নভেলটি বের হয় ১৯৯৮ সালে৷ সে'যাবৎ একটি গোটা প্রজন্ম বড় হয়েছে, বেড়ে উঠেছে এই হ্যারি পটারের কল্পলোকে বিচরণ করে৷ আজ হ্যারি আঠেরোয় পা দিচ্ছে৷ শেষ হ্যারি পটার নভেল, শেষ হ্যারি পটার ছবি৷ তেরো বছর সাসপেন্সের পর কাহিনীর অন্ত৷ এককালের বিটলস ফ্যানরা যেমন সারাজীবন বিটলস ফ্যানই থেকে যান, হ্যারি পটারের অগুণতি ফ্যানরাও তো সেরকম৷
খোদ ড্যানিয়েল ব়্যাডক্লিফ যেমন শুটিং'এর শেষ দিনে সেট থেকে শুধু হ্যারি পটারের দু'জোড়া চশমা পকেটে পুরেছে৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই