1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমি বর্ণবাদী নই': ট্রাম্প

১৫ জানুয়ারি ২০১৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেছেন, তিনি সবচেয়ে কম বর্ণবাদী মানুষ৷ আফ্রিকার কয়েকটি দেশকে শিটহোল বা নোংরা জায়গা বলে গাল দেবার পর তীব্র সমালোচনার মুখে এমন দাবি করেন তিনি৷ 

https://p.dw.com/p/2qrH8
USA Donald Trump
ছবি: picture alliance/dpa/AP Photo/E. Vucci

রোববার ফ্লোরিডায় রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থির সঙ্গে এক সান্ধ্যভোজ অনুষ্ঠানে যোগ দেবার আগে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন তিনি৷

‘‘আমি বর্ণবাদী নই৷ নিশ্চিত করে বলতে পারি, যতজনের সাক্ষাৎকার আজ পর্যন্ত আপনারা নিয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে কম বর্ণবাদী আমি৷''

গেল সপ্তাহে অভিবাসন বিষয়ে নীতিনির্ধারকদের এক বৈঠকে ট্রাম্প কয়েকটি আফ্রিকান দেশকে ‘শিটহোল' বলে মন্তব্য করেন৷ এরপর থেকে এ নিয়ে চরম সমালোচনার শিকার হন৷

জাতিসংঘে নিযুক্ত ৫০ জনেরও বেশি আফ্রিকান রাষ্ট্রদূত শনিবার মার্কিন প্রেসিডেন্টকে ‘ক্ষমা চাইতে' বলেন৷ ট্রাম্প টুইট করে তাঁর বক্তব্যের একটা অস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন৷ তাতে তিনি লিখেছেন, ‘‘বৈঠকে খুব শক্ত মন্তব্য করা হয়েছে৷ কিন্তু যে ভাষার কথা বলা হচ্ছে তা হয়নি৷''

শতাব্দীর সবচেয়ে বড় ‘চড়'

Palästina Israel Konflikt Versammlung PLO in Ramallah Mahmoud Abbas
ছবি: Getty Images/AFP/A. Momani

এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও ধুয়ে দিয়েছেন ট্রাম্পকে৷ জেরুসালেমে ইসরায়েলের রাজধানী সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সমর্থন দেবার পর এ ঘটনা নিয়ে রোববার রামাল্লায় দুই দিনের বৈঠক শেষে এক উত্তেজিত বক্তব্যে এ কথা বলেন তিনি৷

আব্বাস বলেন, মধ্যপ্রাচ্যে ‘শান্তি স্থাপনে' যুক্তরাষ্ট্রের উদ্যোগ এবং জেরুসালেম সিদ্ধান্ত ‘শতাব্দীর সবচেয়ে বড় চড়' ছাড়া আর কিছু নয়৷ ‘‘জেরুসালেম আমাদের চিরদিনের রাজধানী৷ আবু দিসকে রাজধানী করার আহ্বান কখনো গ্রহণযোগ্য হবে না৷''

আবু দিসকে বিকল্প রাজধানী করার জন্য যুক্তরাষ্ট্র আহ্বান করেছে বলেও জানান তিনি৷ সেইসঙ্গে ভবিষ্যতে ফিলিস্তিন ও ইসরাইলে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের কোনো ভুমিকা মানা হবে না বলেও জানান আব্বাস৷

জেডএ/এসিবি (রয়টার্স, এপি, এএফপি)