1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউটিউব ব্লক করার হুমকি রাশিয়ার

৩০ সেপ্টেম্বর ২০২১

ইউটিউব ব্লক করার হুমকি দিল রাশিয়া। করোনা-নীতি ভঙ্গ করার জন্য ইউটিউব রাশিয়া টুডের জার্মান চ্যানেল বন্ধ করে দিয়েছে। তারপরেই এই হুমকি।

https://p.dw.com/p/413wI
ইউটিউবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি রাশিয়ার। ছবি: R. Goldmann/picture alliance

ইউটিউব জানিয়েছে, রাশিয়া টুডে কোভিডের ভুলতথ্য-বিরোধী নীতি ভঙ্গ করেছে। তাই তাদের একটি চ্যানেল বন্ধ করা হয়েছে। কিন্তু রাশিয়ার মিডিয়া ওয়াচডগ বলেছে, ইউটিউবকে যত তাড়াতাড়ি সম্ভব আবার চ্যানেলটি চালু করতে হবে। ইউটিউবের মালিক গুগলকে চিঠি দিয়ে তারা বলেছে, সব কড়াকড়ি প্রত্যাহার করতে হবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য

বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইউটিউবের এই সিদ্ধান্ত 'অভাবিত তথ্য আগ্রাসন' ছাড়া আর কিছু নয়। তারা ইউটিউবের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। তারা বলেছে, এই সংক্রান্ত একটি প্রস্তাব বিবেচনাধীন আছে।

জার্মান সরকার অবশ্য জানিয়ে দিয়েছে, ইউটিউবের সিদ্ধান্ত নিয়ে তাদের কিছুই করার নেই। চ্যান্সেলার ম্যার্কেলের মুখপাত্র জানিয়েছেন, যারা প্রত্যাঘাতের কথা বলছে, তাদের সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতার সম্পর্ক ভালো নয়। তিনি জানিয়েছেন, ইউটিউব রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

ইউটিউবের নীতি

ইউটিউবের মুখপাত্র ডিডাব্লিউকে বলেছেন, ইউটিউবের নীতিনির্দেশিকা খুব স্পষ্ট। তারা কোভিড ১৯ নিয়ে এমন কোনো বিষয় দেখাতে দেবে না, যার ফলে মারাত্মক ক্ষতি হতে পারে। তারা চিকিৎসার বিষয়ে কোনো ভুল তথ্য প্রচার করতে দেয় না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতের বিরোধী কোনো তথ্য দেয়া যায় না।

ইউটিউবের দাবি, রাশিয়া টুডের জার্মান চ্যানেল এই নীতি ভঙ্গ করেছিল। তাই তারা ব্যবস্থা নিয়েছে।

জিএইচ/এসজি(রয়টার্স, এপি)