1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইতিহাস গড়তে চায় রেয়াল

১৬ সেপ্টেম্বর ২০১৪

ন’বছর বিরতির পর গত মরসুমে চ্যাম্পিয়নস লিগে ‘ডেসিমা’-র দেখা পেয়েছিল রেয়াল মাদ্রিদ৷ মঙ্গলবার তারা মাঠে নামবে আরেক ইতিহাস গড়ার লক্ষ্যে৷ এবার বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আবারও সেরা হওয়ার সুযোগ তাদের সামনে৷

https://p.dw.com/p/1DCT3
UEFA Champions League 2014 in Madrid Sami Khedira
ছবি: Getty Images/B. Dominguez

ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগ এবার ৬০-এ পা দিচ্ছে৷ তবে চ্যাম্পিয়নস লিগ নামে এটির যাত্রা শুরু ২৩ বছর আগে৷ এই ২৩ বছরে কোনো দলই কখনো তাদের শিরোপা ধরে রাখতে পারেনি৷ এবার রেয়ালের সামনে সেটা করে দেখানোর সুযোগ এসেছে৷ সেজন্য তাদের পর্যাপ্ত রসদও আছে বলে মনে করছেন বিশ্লেষকরা৷ রোনাল্ডো, বেল, বেনজেমার সঙ্গে এবার দলে এসেছে ব্রাজিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রদ্রিগেজ আর বিশ্বকাপ জয়ী জার্মান দলের খেলোয়াড় ক্রোস৷ অবশ্য মারিয়া আর আলন্সোর মতো ফুটবলার দলে নেই, যেটা কিছুটা চিন্তায় ফেলছে রেয়াল কোচ আঞ্চেলটিকে৷

এই দল নিয়ে লা লিগার শুরুটা অবশ্য ভালো করতে পারেনি রেয়াল৷ শনিবারই তারা ২-১ গোলে হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে৷ এর আগে তারা রেয়াল সোসিয়েদাদের কাছে ৪-২ গোলে পরাজিত হয়৷ অর্থাৎ, লা লিগার প্রথম তিন ম্যাচের দুটোতেই হেরে বসে আছে ১৯৫৬ সালে চ্যাম্পিয়নস লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়া দল রেয়াল৷

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে রেয়ালের আবারও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার লড়াই শুরু হচ্ছে মঙ্গলবার৷ এদিন তারা মাঠে নামবে সুইজারল্যান্ডের বাসেল দলের বিরুদ্ধে৷ খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়৷ রেয়ালের গ্রুপের অন্য দুটো দল লিভারপুল ও বুলগেরিয়ার দল লুডোগোরেটস৷

রেয়াল যদি ইতিহাস গড়তে পারে তাহলে অবশ্য স্বয়ংক্রিয়ভাবে আরেকটি ইতিহাস রচিত হয়ে যাবে৷ সেটা কোচ আঞ্চেলটির৷ তিনিই হবেন একমাত্র কোচ যিনি চারবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতবেন৷ রেয়ালের সঙ্গে গতবার শিরোপা জেতার আগে এসি মিলানের হয়ে দুবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা পেয়েছিলেন কার্লো আঞ্চেলতি (বানানভেদে আনচেলোত্তি বা আনসেলত্তি)৷ খেলোয়াড় হিসেবেও তিনি দুবার এই শিরোপা জিতেছেন৷

চ্যাম্পিয়নস লিগের নতুন মরসুম শুরুর প্রথম দিন মঙ্গলবার মোট আটটি খেলা অনুষ্ঠিত হবে৷ এর মধ্যে রেয়াল মাদ্রিদেরটি ছাড়াও নজর রাখা যেতে পারে ডর্টমুন্ড বনাম আর্সেনালের খেলার দিকেও৷ এবার চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড আর এসি মিলানের মতো দল৷ অথচ দল দুটি মিলে ১০ বার লিগের শিরোপা জিতেছে৷

জেডএইচ/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য