ইন্দোনেশিয়ায় হুমকির মুখে সমকামী চলচ্চিত্র উৎসব
২৯ সেপ্টেম্বর ২০১০তাদের এই উষ্মা আর ক্ষোভের মূল কারণ হচ্ছে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য একটি চলচ্চিত্র উৎসব৷ সমকামী বিষয়টিকে ঘিরেই এবারের এই চলচ্চিত্র উৎসবটি আয়োজিত হয়েছে৷
কট্টরপন্থী মুসলিম দল হিসেবে পরিচিত এফপিআই এর বিক্ষোভকারীরা দাবি জানিয়েছে যে, জার্মানির গ্যোটে ইন্সটিট্যুট এবং ফ্রান্সের সংস্কৃতি কেন্দ্র যেন অবিলম্বে এই সব চলচ্চিত্র প্রদর্শন বন্ধ করে৷ দলের প্রতিনিধি আউয়িত মাশুরি বলেন, ‘‘আমাদের মতে, আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে সুপরিকল্পিতভাবে ইন্দোনেশিয়ার যুবসমাজ – বিশেষ করে মুসলিম যুবসমাজকে ধ্বংস করতে চাইছেন৷ আপনারা চান, তারা যেন মুক্ত যৌন জীবন, ব্যভিচার, সমকামী জীবনযাত্রা গ্রহণ করে৷''
উল্লেখ্য, গ্যোটে ইন্সটিট্যুট এবং ফ্রান্সের সংস্কৃতি কেন্দ্র ও স্থানীয় সমকামীদের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে এই চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী শুরু হওয়ার কথা৷ এছাড়াও এফপিআই এর বিক্ষোভ প্রদর্শনের আরেকটি কারণ হচ্ছে- এই প্রতিষ্ঠান দুটি সমকামী চলচ্চিত্র উৎসবে আর্থিক সহায়তা দেওয়া ৪ বিদেশি প্রতিষ্ঠানের অন্যতম৷
সমকামী এই চলচ্চিত্র উৎসব বন্ধে ইন্দোনেশিয়ার এই কট্টরপন্থী দলটি একেবারে আদাজল খেয়ে নেমেছে বলেই ধারণা করা হচ্ছে৷ এফপিআই এর মনোভাব সম্পর্কে যে খবর মিলেছে তাতে বোঝা যাচ্ছে, তারা যে কোন মূল্যেই এই চলচ্চিত্র উৎসবটিকে এবারে ঠেকিয়ে দিতে চাইছে৷ ইন্দোনেশিয়ায় এর আগেও এফপিআই সেদেশের পানশালাগুলোতে হামলা করেছিল৷ এফপিআইএর বক্তব্য হচ্ছে – এই পানশালাগুলো আদতে মাদক বিক্রি আর বেশ্যাবৃত্তির আখড়া৷
সেবারের সেই পানশালা আক্রমণের পর এবারে এই সমকামী চলচ্চিত্র উৎসব ঠেকাতে নাকি এফপিআই বেশ জোরে সোরেই মাঠে নেমেছে৷ তাদের বক্তব্য হচ্ছে – যেভাবেই হোক তারা এই অনাসৃষ্টি ইন্দোনেশিয়ায় চলতে দেবে না৷ এদিকে এফপিআই এর হুমকি, বিক্ষোভ আর আপত্তির প্রবল চাপ সত্ত্বেও উৎসব আয়োজকরা বেশ দৃঢ় প্রতিজ্ঞ ভাবই দেখাচ্ছেন৷ সম্প্রতি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য এই সমকামী চলচ্চিত্র উৎসবের আয়োজকরা টুইটারে পাঠানো এক বার্তায় জানিয়েছেন যে, চলচ্চিত্র উৎসবটি নির্ধারিত সময়ে উদযাপন করতে যা যা করা প্রয়োজন তা তারা করবেন৷ এই উৎসব সফলভাবে সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর৷
জানা গেছে, ইন্দোনেশিয়ার ৫ টি বড় শহরে এই চলচ্চিত্র উৎসবটি আয়োজিত হতে যাচ্ছে৷ দর্শক-শ্রোতাদের সুবিধার জন্য প্রদর্শনীর চলচ্চিত্রগুলো বাহাসা ইন্দোনেশিয়ায় ভাষান্তর করা হয়েছে৷
উল্লেখ্য, অনুষ্ঠিতব্য এই ‘সমকামী' চলচ্চিত্র উৎসবটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় এজাতীয় বৃহত্তম চলচ্চিত্র উৎসব এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইন্দোনেশিয়াতেই প্রথমবারের মত এধরণের সমকামী চলচ্চিত্র উৎসব আয়োজিত হতে যাচ্ছে৷
‘সমকামী' চলচ্চিত্র উৎসব নিয়ে কট্টরপন্থী মুসলিম দল এফপিআই বিক্ষুব্ধ হলেও ইন্দোনেশিয়ায় পুরুষদের ক্ষেত্রে সমকামীতা তেমন কোন দোষের কিছু নয়৷ অন্তত এখানকার সংস্কৃতি বিষয়টি মোটামুটি সহ্যই করে নেয়৷
প্রতিবেদন: হুমায়ূন রেজা
সম্পাদনা: সঞ্জীব বর্মন