1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইয়েমেন

ইয়েমেনে পায়ে চাপা পড়ে মৃত ৭৮

২০ এপ্রিল ২০২৩

একটি অর্থ বিলি করার অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে। দুইজন গ্রেপ্তার। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা।

https://p.dw.com/p/4QKGN
ইয়েমেনে যুদ্ধ
ছবি: Konstantin Kalishko/Zoonar/picture alliance

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের রাজধানী সানায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন অর্থ বিলি করার জন্য সভার আয়োজন করেছিল। সেখানেই হুড়োহুড়িতে এই ভয়াবহ ঘটনা ঘটে। এখনো পর্যন্ত ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা।

রামজান মাস এবং ইদ উপলক্ষে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই সভার আয়োজন করেছিল। সকলকে ৫ হাজার ইয়েমেনি রিয়াল দেওয়া হচ্ছিল, ইউরোর হিসেবে যা ১৮ ইউরোর কাছাকাছি। অর্থ নিতে এসে একসময় হুড়োহুড়ি শুরু হয়। প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, আচমকাই সেখানে হুথি প্রশাসন আকাশে গুলি ছুঁড়ে লাইন ঠিক করার চেষ্টা করে। আর তাতেই মানুষ ভয় পেয়ে দৌড়াদৌড়ি শুরু করে। তখনই ঘটে বিপত্তি।

আকাশে গুলি ছোঁড়ার কথা স্বাভাবিকভাবেই হুথি প্রশাসন মানতে চায়নি। তারা উল্টে আয়োজকদের বিরুদ্ধে মুখ খুলেছে। দুই আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। প্রশাসনের মুখপাত্র গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনায় ১৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইয়েমেনের পরিস্থিতি

২০১৪ সাল থেকে ইয়েমেনে কার্যত গৃহযুদ্ধ চলছে। ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীরা ২০১৪ সালে দেশের সরকারকে উৎখাত করে সানার দখল নেয়। তখন থেকেই গৃহযুদ্ধের শুরু। বিশ্বের একাধিক দেশ এবং সংস্থা এই লড়াই বন্ধের চেষ্টা চালিয়েছে। সম্প্রতি হুথির সঙ্গে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের একটি চুক্তি হয়েছে। তাতে বহু বন্দির প্রত্যার্পণ হয়েছে। এখনো পর্যন্ত গৃহযুদ্ধে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এসজি/জিএইচ (এএফপি, রয়টার্স)