1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তরপ্রদেশে সাংবাদিক খুন

২২ জুলাই ২০২০

দিল্লির পাশেই গাজিয়াবাদে সাংবাদিককে গুলি করে হত্যা করা হলো। তাঁর দুই মেয়ের সামনেই।

https://p.dw.com/p/3ffeM
ছবি: Getty Images/C. McGrath

সোমবার রাতে মোটরসাইকেলে দুই মেয়েকে নিয়ে যাচ্ছিলেন সাংবাদিক বিক্রম জোশী। তাঁর বাড়ির কাছেই কয়েকজন গাড়িতে এসে তাঁকে ঘিরে ধরে। গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় বিক্রমকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার সকালে তিনি মারা গিয়েছেন।

সম্প্রতি বিক্রম তাঁর ভাইঝির শ্লীলতাহানি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তার জন্যই তাঁকে এই ভাবে খুন করা হলো বলে মনে করা হচ্ছে। 

উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে। দিল্লি ঘেঁষা নয়ডা ও গাজিয়াবাদেও একের পর এক অপরাধমূলক কাজ হচ্ছে। অতীতে নয়ডায় সংবাদিক আক্রান্ত হয়েছেন। এ বার গাজিয়াবাদে আক্রান্ত সাংবাদিকের মৃত্যু হলো। সম্প্রতি কুখ্যাত ডন বিকাশ দুবেকে ঘিরে যে কাণ্ড হয়েছে তা নিয়েও প্রচুর জলঘোলা হয়েছে ও হচ্ছে। যোগী আদিত্যনাথের রাজ্যে কেন অপরাধ বাড়ছে, কেন সাংবাদিকরা এ ভাবে আক্রান্ত হচ্ছেন, তা নিয়ে প্রিয়ঙ্কা গান্ধী সহ বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছেন।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হঠাৎ বিক্রম তাঁর মোটরসাইকেল ঘুরিয়ে পালাবার চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে কয়েকজন তাঁকে ঘিরে ধরে। মারতে মারতে গাড়ির দিকে নিয়ে যায়। গুলিতে আহত বিক্রম মাটিতে পড়ে যান। আক্রমণকারীরা পালায়। এক মেয়ে ফিরে এসে কাঁদতে থাকে এবং আশপাশে সাহায্যের জন্য লোকজন খুঁজতে থাকে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে বলেছেন, ''বিক্রম তাঁর ভাইঝির হেনস্থার প্রতিবাদ করেছিলেন বলে তাঁকে মারা হলো। ওঁরা রামরাজ্যের প্রতিশ্রুতি দিয়েছিল, সেখানে গুন্ডারাজ হয়েছে।'' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন, ''সারা দেশে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। বিরোধী স্বর দাবিয়ে দেওয়া হচ্ছে। মিডিয়াকে ছাড়া হচ্ছে না। ভয়াবহ ব্যাপার।''

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)