ওরাও জানে মজা করতে!
২২ মার্চ ২০১৭ভিডিও-র শুরুটা দেখলে সাধাসিধেই মনে হবে৷ বিকিনি পরা এক তন্বী ‘ওয়েকবোর্ডিং’ করছেন সমুদ্রের পানিতে, আর স্পিডবোট থেকে সেটা ভিডিও করছেন কোনো এক ব্যক্তি৷ সাধাসিধে এই ভিডিওটি অসাধারণ হয়ে ওঠে অল্পক্ষণের মধ্যেই৷
হঠাৎ দেখা যায়, তন্বীকে ঘিরে চারপাশের পানিতে আলোড়ন তৈরি হচ্ছে৷ কী হচ্ছে বোঝা ওঠার আগেই পানি থেকে মাথা তুলতে শুরু করে এক ঝাঁক ডলফিন৷ তারা তরুণীকে চারপাশ থেকে ঘিরে ধরে একসঙ্গে একইগতিতে ছুটতে থাকে৷ দেখলে মনে হবে যেন, তাকে যেন গোটা পথটা ‘এস্কর্ট' করে নিয়ে যাচ্ছে কয়েকশ’ ডলফিন৷
মজার এই ভিডিওটি ইউটিউবে আপলোড করেছেন প্রো উইন্ডসার্ফার ওয়াট মিলার৷ মেক্সিকোর এই বাসিন্দা ভিডিও-র ক্যাপশনে লিখেছেন, ‘‘এটা অবশ্য আমার জীবনের সেরা তিনটি দুপুরের একটি ছিল৷’’ ভিডিওটি করার সময়ই তিনি বুঝেছিলেন এটা ভাইরাল হবে, তখন তিনি বলেছিলেনও সেকথা৷ আর ওয়েকবোর্ডের উপরে থাকা তরুণীর নাকি মনে হয়েছিল, ডলফিনরা তাঁকে একেবারে নিয়ে গেলে মন্দো হতো না৷ এমন সুন্দর পরিবেশে মৎসকন্যা হয়ে থাকতে একদমই আপত্তি ছিল না তাঁর৷
২০১৩ সালে আপলোড করার ভিডিওটি ইতোমধ্যে দেখা হয়েছে প্রায় দু’কোটি বার৷ এখনও অনেকে সেটি ফেসবুকে শেয়ার করছেন৷
এআই/ডিজি