ক্ষমা চাইলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী
১৩ জুলাই ২০২১এরপর আবারও সংক্রমণ বাড়ায় গত শুক্রবার থেকে বার, রেস্টুরেন্ট ও নাইটক্লাবের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে৷ এছাড়া একদিনের বেশি সময় ধরে অনুষ্ঠিত হবে এমন উৎসব ও ইভেন্টের আয়োজন ১৪ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে৷
শুক্রবার এসব সিদ্ধান্ত ঘোষণা করলেও সেদিন সরকারের কোনো দায় মেনে নিতে চাননি প্রধানমন্ত্রী মার্ক রুটে৷ কড়াকড়ি শিথিল করা ‘যৌক্তিক সিদ্ধান্ত’ ছিল বলেও মন্তব্য করেছিলেন তিনি৷ তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ তার এই বক্তব্যের কড়া সমালোচনা করলে সোমবার ক্ষমা চান মার্ক রুটে৷ তিনি বলেন, ‘‘আমরা যা সম্ভব হবে ভেবেছিলাম, দেখা যাচ্ছে বাস্তবে সেটা সম্ভব হচ্ছে না৷ আমরা ভুল ভেবেছিলাম, যে কারণে আমরা দু:খিত এবং এজন্য আমরা ক্ষমা চাইছি৷’’
এদিকে, নতুন করে বিধিনিষেধ আরোপ করায় সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে উৎসব ও ইভেন্ট আয়োজনকারী ৩০টি সংস্থা৷
বার, রেস্টুরেন্ট ও নাইটক্লাব খোলার এক সপ্তাহের মধ্যে নেদারল্যান্ডসে করোনা সংক্রমণের সংখ্যা আটগুন বেড়ে এ বছরের সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছিল৷ তবে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালগুলোতে এখনও এত সংখ্যক করোনা রোগী ভর্তি হয়নি যা নিয়ে শঙ্কা হতে পারে৷
জেডএইচ/এসিবি (রয়টার্স)