1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিকার তৃতীয় ডোজের পরীক্ষায় বায়োনটেক

১৪ মার্চ ২০২১

আগামী বছর করোনার ৩০০ কোটি টিকা তৈরির সক্ষমতা অর্জন করতে পারে জার্মান প্রতিষ্ঠান বায়োনটেক৷ নতুন ধরনের ভাইরাসের সঙ্গে লড়াইয়ে তৃতীয় ডোজ নিয়েও পরীক্ষা চালাচ্ছে তারা৷

https://p.dw.com/p/3qbxy
Libanon Beirut | Coronaimpfung
ছবি: Hussein Malla/AP/picture alliance

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী উগুর জাহিন ব্লুমবার্গ পত্রিকাকে জানান, চাহিদা এবং অন্যান্য বিষয় বিবেচনায় এনে টিকা উৎপাদনের ক্ষমতা বাড়াতে পারে তার প্রতিষ্ঠান৷ এক্ষেত্রে টিকার আরো একটি ডোজের প্রয়োজন আছে কিনা তাও যাচাই করছে বায়োনটেক৷

বায়োনটেক ও ফাইজার গতমাস থেকে করোনা টিকার তৃতীয় একটি ডোজের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে যা ভাইরাসটির নতুন রূপগুলো প্রতিরোধে দরকার হতে পারে৷ প্রচলিত দুই ডোজ এক্ষেত্রে কার্যকর না হলে তৃতীয় ডোজ দেয়া হতে পারে৷

‘‘আমরা এখন বুঝতে পারছি যে, বিবর্তনের কারণে ভাইরাসটির নতুন যেসব রূপ তৈরি হচ্ছে সেগুলোর জৈবিক ও চিকিৎসা সংক্রান্ত বৈশিষ্ট্য আলাদা,'' বলেন জাহিন৷

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে ফাইজার জানিয়েছিল চলতি বছরের শেষ নাগাদ ২০০ কোটি করোনা টিকা তৈরি করবে প্রতিষ্ঠানটি৷

এআই/এফএস (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান