1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনিসেফ ফটো অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১৭

৩১ ডিসেম্বর ২০১৭

জারার বয়স পাঁচ৷ সিরিয়া থেকে বাবা-মা ও সাত ভাইবোনের সাথে পালিয়ে সে আশ্রয় নেয় জর্ডানের এক শরণার্থী শিবিরে৷ তার কষ্টমাখা মুখের ছবি তুলে ‘ইউনিসেফ ফটো অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড' জিতলেন ফটোসাংবাদিক মুহাম্মেদ মুহাইসেন৷

https://p.dw.com/p/2q5rW
UNICEF Foto des Jahres 2017 - 1. Preis
ছবি: picture alliance/dpa/M. Muheisen

‘‘শিশুদের চোখ সব সময় সত্যি কথা বলে'' – বার্লিনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই বললেন জার্মান বিচারক ‘ইউনিসেফ জার্মানি'-র এল্কে ব্যুডেনবেন্ডার৷ ইউনিসেফ-এর পক্ষ থেকে প্রতি বছর শিশুদের উপর ছবি ও রিপোর্টের জন্য এ পুরস্কার দেয়া হয়৷ 

এ বছরের পুরস্কারপ্রাপ্ত ছবিতে ‘জারার দৃষ্টি' যেন সারা পৃথিবীতে মানবেতর জীবনযাপন করা লক্ষ লক্ষ শিশুর প্রতিনিধিত্ব করছে৷ বিশেষ করে সিরিয়ার গোটা একটা প্রজন্মের ক্ষতবিক্ষত শৈশব প্রকাশ পেয়েছে এ ছবিতে৷ দু'বারের পুলিৎসার পুরস্কার জয়ী ফটোসাংবাদিক মুহাম্মেদ মুহাইসেন বেশ ক'বছর ধরে মধ্যপ্রাচ্যে কাজ করছেন৷ জারার সাথে মুহাম্মেদ মুহাইসেনের দেখা হয় জর্ডানের মাফরাক সংলগ্ন এক শরণার্থী শিবিরে, যেখানে ২০১৫ সাল থেকে নিজ পরিবারের সাথে বাস করছিল জারা৷

বাংলাদেশি আলোকচিত্রী কে এম আসাদের এই ছবিটি দ্বিতীয় পুরস্কার লাভ করে
বাংলাদেশি আলোকচিত্রী কে এম আসাদের এই ছবিটি দ্বিতীয় পুরস্কার লাভ করেছবি: picture-alliance/dpa/K. M. Asad

এল্কে ব্যুডেনবেন্ডার বলেন, ‘‘লক্ষ লক্ষ ছেলেমেয়ে শরণার্থী শিবির ও অস্থায়ী ক্যাম্পে তাদের নিরানন্দ শৈশব কাটাচ্ছে৷ তাই এ মুখ বারবার আপনার দৃষ্টি কেড়ে নেবে৷ এত ছোট বয়সে ভয়াবহ যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে জারা, তা তার ছবিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে৷''

এ বছর ইউনিসেফ-এর দ্বিতীয় পুরস্কার জিতেছেন বাংলাদেশি তরুণ ফটোগ্রাফার কে এম আসাদ ও তৃতীয় স্থানে আছেন ক্যানাডার কেভিন ফ্রেয়ার৷ দু'জনের ছবির বিষয়ই ছিল রোহিঙ্গা সংকট৷ আসাদ তুলেছেন শিশু কোলে এক মায়ের ছবি যে সমুদ্রের ঢেউ ভেঙে এগোচ্ছেন সামনে৷ অন্যদিকে ফ্রেয়ার তুলেছেন ত্রাণ পেতে এক রোহিঙ্গা শিশুর মরিয়া চেষ্টার ছবি৷

ক্যানাডিয়ান আলোকচিত্রী কেভিন ফ্রেয়ার-এর এই ছবিটি লাভ করে তৃতীয় পুরস্কার
ক্যানাডিয়ান আলোকচিত্রী কেভিন ফ্রেয়ার-এর এই ছবিটি লাভ করে তৃতীয় পুরস্কারছবি: picture-alliance/dpa/Getty Images AsiaPac/K.Frayer

আরএন/ডিজি ( ইপিডি, ইউনিসেফ)

এই তিনটি ছবির মধ্যে আপনার কোনটা সবচেয়ে ভালো লেগেছে? লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য