1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীরে বিয়ে রণবীর-আলিয়ার?

১১ ডিসেম্বর ২০১৯

রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ে কি আগামী বছর এবং সেই 'ডেস্টিনেশন ওয়েডিং' কি কাশ্মীরে হবে? এই তারকা-বিবাহ ও তার সম্ভাব্য জায়গা নিয়ে বলিউডে এখন জল্পনা তুঙ্গে৷

https://p.dw.com/p/3UZqy
ছবি: Getty Images/AFP

রণবীর কাপুর এবং আলিয়া ভাট৷ দুজনে শুধু বলিউডের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীই নন, তাঁরা নিজেদের ভালোবাসার কথা, সম্পর্কের কথাও স্বীকার করে নিয়েছেন৷ তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা। বিয়ে কবে হচ্ছে এবং কোথায় হচ্ছে? সেই জল্পনার আগুনে ঘি ঢালার কাজ করেছে সাম্প্রতিক একটি খবর, সেটা হল, দুই তারকার বিয়ে হবে আগামী বছর এবং সেটা কাশ্মীরে হবে৷

Alia Bhatt
ছবি: STRDEL/AFP/Getty Images

কেন কাশ্মীর? কারণ, আলিয়া ভাটের অত্যন্ত পছন্দের জায়গা না কি কাশ্মীর৷ বছর দুয়েক আগে 'রাজি' ছবির শুটিং কশ্মীরে হয়েছিল। তখন থেকেই তাঁর ভালোবাসার জায়গা হয়ে উঠেছে ভূস্বর্গ। তখন থেকেই তাঁর ইচ্ছে, বিয়েটা কাশ্মীরেই করার।  রণবীর ও আলিয়া অবশ্য এই সব জল্পনাকে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছেন৷ 

রণবীর ও আলিয়া এখন  অয়ন মুখোপধ্যায়ের নতুন ছবি 'ব্রক্ষ্মাস্ত্র' র শুটিং একযোগে করছেন৷ এই ছবিতে অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া, নাগার্জুন, মৌনী রায়ও আছেন৷ শাহরুখ খানকেও ছোট অথচ বিশেষ ভূমিকায় দেখা যাবে৷ রণবীরকে অবশ্য পরের ছবিতে দেখা যাবে দীপিকা পাডুকোনের সঙ্গে৷ আলিয়ার হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ছবি আছে৷ তার মধ্যে উল্লেখযোগ্য হল, করণ জোহরের 'তখত', বাবা মহেশ ভাটের 'সড়ক ২', সঞ্জয় লীলা ভনশালির 'গঙ্গুভাই কাঠিয়াওয়াড়ি'৷

জিএইচ/এসজি(মুম্বই মিরর, টাইমস অফ ইন্ডিয়া )