1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পপ সংগীত

২৬ সেপ্টেম্বর ২০১২

কে-পপ মানে কোরিয়ান পপ সংগীত৷ এশিয়ায় কে-পপের জনপ্রিয়তা তো ছড়াচ্ছেই৷ কিন্তু এবার দক্ষিণ কোরিয়ার ব়্যাপ গায়ক ‘সাই’ - পিএসওয়াই - অ্যাপল’এর আইটিউন ডাউনলোডে এবং ইউটিউবের তুঙ্গে চড়েছেন৷

https://p.dw.com/p/16Ekc
ছবি: AP

অ্যাপল'এর আইটিউন ডাউনলোড চার্টের শীর্ষে এবং ইউটিউবে ২৭ কোটি ভিউয়িং৷ সাই এবার তাঁর ‘গ্যাংনাম স্টাইল' নামধারী গানটি নিয়ে দৃশ্যত পশ্চিমা বিশ্ব জয় করতে চলেছেন৷ বিলবোর্ড ১০০ চার্টেও তিনি একাদশ স্থান অবধি পৌঁছেছেন৷

গ্যাংনাম হল দক্ষিণ কোরিয়ার রাজধানী সউলের একটি অভিজাত এলাকা, যাকে বলা হয় সউলের বেভার্লি হিল্স৷ সাই'এর গ্যাংনাম স্টাইলের গায়কি সম্পর্কে সাই নিজে বলেছেন: ‘‘ড্রেস ক্ল্যাসি, ডান্স চিজি'', অর্থাৎ জামাকাপড় দামি পরো, কিন্তু নাচো আজগুবি ভাবে৷

অথচ কোরিয়ার যে স্ভেল্টে গার্ল ব্যান্ড এবং বয় ব্যান্ডগুলি এশিয়ায় ঝড় তুলেছে, তাদের থেকে সাই - আসল নাম পার্ক জেই-সাং - অনেকটা আলাদা৷ সাই'এর প্রথম গানের অ্যালবাম বের হয় ২০০১ সালে৷ কিন্তু তাঁর যে গানটি এবার মার্কিন যুক্তরাষ্ট্র মাতাচ্ছে, সেটি বেরিয়েছে মাত্র গত জুলাই মাসে৷ তার সঙ্গে সাই'এর ঘোড়ায় চড়ার ঢং'এর নাচ৷

সাই'এর আদৌ পপ গায়ক হবার কথা ছিল না৷ বাবার একটি বড় আইটি কোম্পানি আছে৷ যুক্তরাষ্ট্রে পাঠানো হলে প্রথমে সাই একটি মার্কিন বিজনেস স্কুল থেকে পালান এবং পরে বার্কলি স্কুল অফ মিউজিক'ও ছেড়ে দেন৷ নিজের সম্বন্ধে তাঁর বক্তব্য: ‘‘সত্যি বলছি, আমার সেকেন্ড ক্লাস থাকতেই ভালো লাগে৷ আমি জন্ম থেকেই ‘বি' ক্লাস৷''

যুক্তরাষ্ট্রে সাই বিভিন্ন নামকরা চ্যাট শো'তে আবির্ভূত হয়েছেন, এমনকি সম্প্রতি ব্রিটনি স্পিয়ার্স'কে তাঁর পেটোয়া ‘ঘোড়ার নাচ'-ও শেখানোর চেষ্টা করেছেন, টেলিভিশন ক্যামেরার সামনে৷ তবে মাতৃভাষা কোরিয়ানের সঙ্গে ইংরেজির জগাখিচুড়ি পাকিয়ে তাঁর মাথা ধরে গিয়েছিল, বলেছেন সাই৷ অথচ তাঁর পরের সিঙ্গলটা ঐ ধরণের খিচুড়ি ভাষাতেই করার কথা ভাবছেন সাই৷

গানের ব্যাপারে সাই'এর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হল ‘ফান', অর্থাৎ মজা৷ গান গেয়ে মজা পেতে এবং দিতে চান সাই৷ তাঁর একমাত্র দুঃখ সম্ভবত এই যে, এই বিপুল স্বীকৃতি এলো তিনি গান গাওয়া শুরু করার সুদীর্ঘ বারো বছর পরে৷ এখন তাঁর বয়স ৩৪৷

এসি / জেডএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য