কেরালায় মন্দিরে বাজি-বিস্ফোরণ, আহত ১৫০
২৯ অক্টোবর ২০২৪স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, অঞ্জুতাম্বলম ভিরিকাভু মন্দিরে থৈয়াম উৎসবে এই ভয়ংকর দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বাজি কাছে একটি শেডে গিয়ে পড়ে। সেখানে প্রচুর বাজি রাখা ছিল। সেখানেই প্রবল বিস্ফোরণ হয়।
এই ঘটনায় ১৫০ জন আহত হয়েছেন। আটজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের পরেই কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাঝরাতে বাজি ফাটানোর অনুষ্ঠান শুরু হয়। তখনই এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী প্রিয়েশ তার আত্মীয়ের সঙ্গে ঘটনাস্থলে ছিলেন। তিনি মনোরমা অনলাইনকে জানিয়েছেন, ''প্রথমে একটা প্রচণ্ড জোরে শব্দ শুনতে পাই। তারপর আগুন দেখতে পাই। তারপরই শুরু হয় আতঙ্ক। প্রচুর মানুষ সেখানে ছিল। অনেকে ওই শেডের পাশে দাঁড়িয়েছিলেন। এত মানুষ ছিল যে চলাফেরার জায়গা ছিল না। আমরা আহতদের কাছের হাসপাতালে নিয়ে যাই।''
কেরালার এই মন্দিরের সঙ্গে যুক্ত শ্রীরাগ এই উৎসবে যোগ দিতে বেঙ্গালুরু থেকে এসেছিলেন। তিনি প্রথম থেকে ভিড় সামলাচ্ছিলেন। শ্রীরাগ জানিয়েছেন, ''সাধারণত, উৎসবের দ্বিতীয় দিনে প্রচুর মানুষ আসেন। প্রথম দিনেই এত মানুষ আসবেন তা ভাবা যায়নি।''
তিনি জানিয়েছেন, ''চীনে তৈরি বাজি শেডের তলায় রাখা হয়েছিল। একটা ফুলের বাজির ফুলকি গিয়ে সেই বাজির উপর পড়ে। সেখান থেকেই বিস্ফোরণ হয় ও আগুন ধরে যায়।''
মনোরমাকে অনেক স্থানীয় মানুষ বলেছেন, যেখানে বাজি ফাটানো হচ্ছিল, তার কাছেই শেডে বাজি রাখা ছিল। স্থানীয় পঞ্চায়েত সদস্য বলেছেন, উপযুক্ত নজরদারি ছিল না বলেই দুর্ঘটনা ঘটেছে। তিনিও বলেছেন, বাজি ফাটানোর জায়গা থেকে দূরে বাজি রাখা উচিত ছিল।
জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)