গণিত অলিম্পিয়াডে স্বর্ণ, অবহেলাতেও বড় অর্জন
১৪ জুলাই ২০১৮অলিম্পিয়াডে বাংলাদেশ দলের সদস্য চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আহমেদ জাওয়াদ চৌধুরী ১২ জুলাই স্বর্ণ জয়ের কৃতিত্ব অর্জন করেন৷ ৩ জুলাই রোমানিয়ার ক্লুজ-নাপোকা শহরে হয় আইএমও-র এবারের আসর৷
মোট ৪২ নম্বরের পরীক্ষায় ৩২ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক অর্জন করেন জাওয়াদ৷ এটিই বাংলাদেশ দলের প্রথম স্বর্ণপদক অর্জন৷ এর আগে ৫৮তম আইএমওতেও রৌপ্য পদক এবং ৫৭তম আইএমওতে ব্রোঞ্জ পদক অর্জন করেন তিনি
৬ সদস্যের বাংলাদেশ দলের অপর তিন সদস্য তাহনিক নূর সামিন ২৩ পয়েন্ট, জয়দ্বীপ সাহা ১৯ পয়েন্ট এবং তামজিদ মোর্শেদ ১৮ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছে৷ দলের আরো দুই সদস্য রাহুল সাহা ও সৌমিত্র দাশ সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে৷
এবার দলীয়ভাবে মোট ১১৪ নম্বর অর্জন করেছে বাংলাদেশ৷ এ যাবত কালে এটিই বাংলাদেশের সর্বোচ্চ নম্বর৷ এর আগে মোট ১৩টি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে ৬টি রৌপ্য, ১৯টি ব্রোঞ্জ এবং ২৫টি সম্মানজনক স্বীকৃতি অর্জন করে বাংলাদেশ৷
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমার দৃষ্টিতে এটা একটা অসাধারণ অর্জন৷ আমাদের মাধ্যামিক শিক্ষার মান নিয়ে যেখানে অনেক প্রশ্ন আছে তারপরও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশে শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন অনেক বড় ঘটনা৷ বিশ্বের প্রায় ১০০ দেশের মেধাবী শিক্ষার্থীরা এই গণিত অলিম্পিয়াডে অশ নেয়৷ তাদের মধ্যে যারা সবচেয়ে মেধার প্রমাণ রাখে তারা স্বর্ণপদক পায়৷ দক্ষিণ এশিয়া থেকেই জাওয়াদই প্রথম স্বর্ণপদক পেল৷''
তিনি বলেন, ‘‘এটা বলা হয়ে থাকে এই উপমহাদেশে বাংলাদেশের মানুষের মেধা বরাবরই উঁচু মানের ছিল৷ সত্যেন বোস, মেঘনাদ সাহা, স্যার জগদীশচন্দ্র বসু মত মেধাবী মানুষ এখানে জন্ম দিয়েছেন৷ তার ছিঁটেফোটা আমরা এখনো দেখতে পাই৷''
অবেহেলিত শিক্ষাব্যবস্থাতেও এই অর্জনকে বেশ গুরুত্বের সাথেই দেখছেন তিনি৷ ‘‘শিক্ষায় জিডিপি'র ৬ শতাংশ বিনিয়োগ করা উচিত হলেও এখন মাত্র দুই শতাংশ বিনিয়োগ করা হয়৷ এই অবহেলার মধ্যেও আমাদের ছেলেমেয়েদের এই অর্জন অনেক বড়৷''
তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘এই অর্জন আমাদের দেশের শিক্ষার্থীদের আরো উৎসাহিত করবে৷ জ্ঞানচর্চায় তাঁরা মনোযোগী হবে৷ আমরা অর্থনৈতিকভাবে এগিয়েছি৷ কিন্তু ৪০-৫০ বছর আগে যারা আমাদের সমান কাতারে ছিল তাদের অনেকে আমাদের ছাড়িয়ে গেছে৷ আমাদের এখন এগিয়ে যেতে হবে৷ আর সেজন্য শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে৷''
ছেলের এই অর্জনে স্বাভাবিকভাবেই গর্বিত জাওয়াদের মা সৈয়দা ফারহানা খানম৷
ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘ছোটবেলা থেকেই গণিতের প্রতি আগ্রহ বাড়ে জাওয়াদের৷ তারপর যখন গণিত অলিম্পিয়াডে গেল সেখান থেকে আরো বেশি অনুপ্রাণিত হল৷ নিজে নিজে চর্চা বাড়িয়ে দেয়৷ ছোট বেলায় আমি তাকে মেন্টাল অ্যারিথমেটিক ইউনিমাস, আমাদের দেশে যেটা আছে, আলোহাও বলে, এ ধরনের একটি প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিয়েছিলাম৷ চট্টগ্রামে এর চেয়ে বেশি চর্চার কোনো জায়গা ছিলনা৷ ও নিজেই বই থেকে চর্চা করতো৷ তবে সবচেয়ে বেশি সহায়ক হয় ইন্টারনেট৷ এখন যা করে তা ইন্টারনেটের মাধ্যইে করে৷ বাসায়, ঢাকায় যখন যেখানে থাকে ইন্টারনেটের সহায়তায় চর্চা করে৷''
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড টিমের আজ দেশে ফেরার কথা রয়েছে৷
৭ জুলাই উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হয় ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০১৮৷ এ বছরের অলিম্পিয়াডে ১১৬টি দেশের ৬১৫ জন শিক্ষার্থী অংশ নেয়৷ দলগতভাবে ১১৪ নম্বর পেয়ে ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪১তম৷