‘গাঙনাম স্টাইল’
১০ নভেম্বর ২০১২মধ্য জুলাইতে ইউটিউবের মাধ্যমে গাঙনাম স্টাইলের ভিডিও ছেড়ে রাতারাতি সারা দুনিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন সাই৷ ঘোড়ায় চড়ার স্টাইলে তাঁর নাচের মুদ্রা বিপুল জনপ্রিয়তা পায়৷
ব্রিটনি স্পিয়ার্স থেকে শুরু করে জাতিসংঘের মহাসচিব বান কি মুন পর্যন্ত পৌঁছে যায় গাঙনাম স্টাইলের সাফল্যের কাহিনি৷
ফলে ইউটিউবের সর্বকালের সবচেয়ে বেশি দেখা ভিডিও'র তালিকায় এখন গাঙনাম স্টাইল৷ তাই রবিবার ফ্রাঙ্কফুর্টে যখন ‘এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডস' অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে বিখ্যাত শিল্পীদের সঙ্গে সাই'ও যে থাকবেন তাতে আর অবাক হওয়ার কিছু নেই৷
এছাড়া সাইয়ের ভিডিওটি এবার ‘বেস্ট ভিডিও' অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছে৷
সাই ছাড়াও অনুষ্ঠানে গান গাইবেন বার্বাডোজের বিখ্যাত শিল্পী রিহানা৷ তাঁর নতুন অ্যালবামের মূল গান ‘ডায়মন্ডস' এর মিউজিক ভিডিও'রও ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে যাবে সেখানে৷
অনুষ্ঠানটা ইউরোপের হলেও প্রতিবারের মতো এবারও বেশিরভাগ মনোনয়ন পেয়েছেন উত্তর অ্যামেরিকার শিল্পীরা৷
রিহানা আর সাই ছাড়াও কান্ট্রি সিঙ্গার টেলর সুইফট, ১৪ বার গ্র্যামি জেতা অ্যালিসিয়া কিস, দ্য কিলারস আপ কার্লি রাই জেপসেন'ও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন৷
জার্মান মডেল ও উপস্থাপক হাইডি ক্লুম অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন৷
জেডএইচ / এএইচ (রয়টার্স)