গ্যাংনাম স্টাইল
২৫ অক্টোবর ২০১২দক্ষিণ কোরিয়ার ‘সাই' ওরফে পার্ক জে-স্যাং ৩৪ বছর বয়সে বিশ্বজয় করলেন ‘গ্যাংনাম স্টাইল' নামধারী একটি টেকনো ব়্যাপ গান গেয়ে৷ গানটি প্রথমে ইউটিউবের মাধ্যমে ছড়ায়, অবশ্য ৫৬ কোটি ভিউয়িং'কে ‘ছড়ানো' বলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে৷
গ্যাংনাম আসলে দক্ষিণ কোরিয়ার রাজধানী সৌলের একটি অভিজাত এলাকা৷ অপরদিকে সাই'এর ভিডিও'র বিশেষত্ব হল তাঁর টাট্টু ঘোড়ায় চাপার কায়দায় নাচ৷ মঙ্গলবার খোদ জাতিসংঘের মহাসচিব বান কি-মুন'কে দেখা যায় সেই নাচ নাচতে৷ সাই তখন তাঁর পাশে৷ দু'জনেই দক্ষিণ কোরীয়৷ বান বললেন, ‘দু'দিন আগে পর্যন্ত আমি ছিলাম সবচেয়ে বিখ্যাত দক্ষিণ কোরীয়৷ এখন আর নই৷' এ'জন্য তাঁর নাকি কিছুটা হিংসেও হয়!
সাই'এর পাশে দাঁড়িয়ে বান কি-মুন, তাঁর কি আর গ্যাংনাম স্টাইলে না নেচে উপায় আছে৷ ‘নার্ভাস' লাগা সত্ত্বেও তাঁকে নাচতেই হল৷ নাচাই শুধু না, বান খোশমেজাজে ঠাট্টা-মশকরাও করেছেন৷ বলেছেন, জাতিসংঘে সব কঠিন কঠিন আলাপ-আলোচনা চলে৷ সেখানে নাকি তিনি গ্যাংনাম স্টাইল চালিয়ে সকলকে নাচানোর কথা ভাবছিলেন৷
গ্যাংনামের গভীরতা
বান কি-মুনের পর গ্যাংনামের টাট্টু ঘোড়ায় এবার যিনি চড়লেন, তিনি হলেন চীনের বিশিষ্ট ডিসিডেন্ট বা ভিন্নমতাবম্বী শিল্পী আই ওয়ে ওয়ে৷ খামখেয়ালী, স্বাধীনচেতা এই চিত্রকরকে একাধিকবার চীন সরকারের রোষের শিকার হতে হয়েছে৷ গতবছর ৮১ দিন নজরবন্দি ছিলেন৷ তাঁর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে৷ তাঁর পাসপোর্ট আটকানো হয়েছে৷ অথচ বিদেশে আই ওয়ে ওয়ে'র স্বীকৃতি বেড়েই চলেছে৷
ইউটিউবে ঠাট্টার ভিডিও বলে যারা মনে করতে পারতেন, ভিডিওটি মিনিট খানেক চলার পরই যখন আই ওয়ে ওয়ে তাঁর গোলাপি টি-শার্টের ভেতর থেকে এক জোড়া হাতকড়া বার করলেন, তখন বোঝা যায়, তাঁর এই ঠাট্টাও এক ধরণের রাজনৈতিক প্রতিবাদ না হলেও, অন্তত পরিহাস তো বটেই৷
দক্ষিণ কোরীয় ব়্যাপার সাই'এর ভিডিও'টি ইউটিউবে আসে গত জুলাই মাসে৷ তার তিন মাসের মধ্যেই সেই গ্যাংনাম ব়্যাপ একটি রাজনৈতিক বিবৃতি কিংবা বক্তব্যে পরিণত হবার মতো ব্যাপ্তি রাখে: এটাই হল আধুনিক দুনিয়ার পরিচয়৷
এসি / জেডএইচ (এএফপি)