1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গৃহবন্দি থেকে কারাবন্দি ফারুক আব্দুল্লাহ

১৬ সেপ্টেম্বর ২০১৯

জম্ম ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে৷ গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সময় থেকে তিনি গৃহবন্দি ছিলেন৷

https://p.dw.com/p/3PgOZ
Farooq Abdullah
ছবি: picture-alliance/AP Photo/M. Khan

‘‘আমরা তাঁকে গ্রেপ্তার করেছি এবং কতদিন তাঁকে আটক রাখা হবে সে বিষযে একটি কমিটি সিদ্ধান্ত নেবে,'' বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মুনির খান৷

ফারুক আব্দুল্লাহকে বিতর্কিত ‘পাবলিক সেফটি অ্যাক্ট' বা পিএসএ-তে গ্রেপ্তার করা হয়েছে৷ এই আইনের আওতায় বিচার ছাড়াই কাউকে দুই বছর পর্যন্ত আটক রাখা যায়৷

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই আইনকে ‘আইনহীন আইন' বলে সমালোচনা করেছে৷ তবে সরকার বলছে, ঐ অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য পিএসএ প্রয়োজন৷

অ্যাক্টিভিস্টরা বলছেন, গত দুই দশকে পিএসএ আইনে বিশ হাজারের বেশি কাশ্মীরীকে আটক করা হয়েছে৷

৮১ বছর বয়সি ফারুক আব্দুল্লাহর বাবা শেখ আব্দুল্লাহর সরকার ক্ষমতায় থাকার সময় ১৯৭৮ সালে পিএসএ প্রণয়ন করা হয়েছিল৷

গত ৫ আগস্ট ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে৷ সেই সময় ফারুক আব্দুল্লাহর বাড়িকে সাবসিডিয়ারি জেলে পরিণত করা হয়েছিল৷

জেডএইচ/কেএম (এপি, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য