1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগে লড়াই

১০ ডিসেম্বর ২০১৩

চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের শেষ ম্যাচ৷ তাই দু দিন ধরে ইউরোপের মাঠে মাঠে লাগবে উত্তেজনার ঢেউ৷ মঙ্গলবার বাঁচামরার লড়াইয়ে নামছে জুভেন্টাস, লেভারকুজেন আর পরেরদিন বোরুসিয়া ডর্টমুন্ড, শালকে, এসি মিলানের মতো দল৷

https://p.dw.com/p/1AVbx
Champions League ZSKA Moskau FC Bayern München
ছবি: picture-alliance/AP

গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি আর চেলসি, স্পেনের রেয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ফ্রান্সের পিএসজি ইতিমধ্যে শেষ ষোলোয় উঠেছে৷ তবে ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রুপ ‘এ' থেকে শাখতার ডোনেৎস্ক আর বায়ার লেভারকুজেন, রেয়াল মাদ্রিদের গ্রুপ ‘বি' থেকে জুভেন্টাস আর গালাতাসারাই, পিএসজির গ্রুপ ‘সি' থেকে অলিম্পিয়াকস আর বেনফিকা গ্রুপ পর্ব পেরোনো নিশ্চিত করতে শেষ ম্যাচ খেলবে৷

অন্যদিকে বায়ার্ন মিউনিখ (১৫)-এর চেয়ে ৩ পয়েন্ট কম নিয়েও ‘ডি' গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে ম্যানচেস্টার সিটি৷ সিএসকেএ মস্কো (৩) আর ভিক্টোরিয়ার (০) ব্যর্থতাই আগাম স্বস্তি দিয়েছে তাদের৷ গ্রুপে এত বড় ব্যবধানে দ্বিতীয় সেরা আর কোনো ক্লাব হয়নি৷ সে কারণেই গ্রুপ ‘এ', ‘বি' এবং ‘সি'-র মতো ‘ই', ‘এফ' এবং ‘জি'-র ম্যাচগুলোর শেষ ম্যাচের আগে নিজেদের পছন্দের ক্লাবগুলো নিয়ে উৎকণ্ঠায় আছেন সমর্থকরা৷ ‘এ' থেকে ‘ডি'- এই চারটি গ্রুপের খেলা হবে মঙ্গলবার৷ বাকি চারটি, অর্থাৎ গ্রুপ ‘ই', ‘এফ', ‘জি' এবং‘এইচ' এর ম্যাচগুলো হবে বুধবার৷

Champions League ZSKA Moskau FC Bayern München
ছবি: Getty Images

গ্রুপ ‘এ' থেকে ১১ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড শেষ ষোলো নিশ্চিত করে ফেলায় ইংল্যান্ডের দলটি মঙ্গলবার নিশ্চিন্তেই খেলতে নামবে শাখতার ডোনেৎস্কের বিপক্ষে৷ এ সুযোগে তাদের হারিয়ে দিলে পরের পর্বে উঠে যাবে শাখতার৷ ড্র করলেও আশা থাকবে৷ তবে জার্মানির ক্লাব বায়ার লেভারকুজেন চাইবে ম্যান ইউ নিজের মাঠে জিতুক, কেননা, দু দলের পয়েন্ট সমান (৭) হওয়ায় ইউক্রেনের ক্লাব শাখতারের সর্বনাশই কেবল কপাল খুলে দিতে পারে লেভারকুজেনের৷ লেভারকুজেন নামছে স্পেনের রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে৷ লেভারকুজেনের শুধু জিতলে হবে না, ফলাফলটা শাখতারের চেয়ে ভালোও হতে হবে৷

গ্রুপ ‘বি'-র ম্যাচে গালাতাসারাইকে হারালেই কাজ হয়ে যাবে জুভেন্টাসের৷ তবে রেয়াল মাদ্রিদের পেছনে থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠাটা এত সহজ হয়তো হবে না, কারণ, ম্যাচটি হবে গালাতাসাইয়ের মাঠে, ইস্তাম্বুলে৷ ড্র করলেও বিপদ গালাতাসারাইয়ের, তাই তুর্কি ক্লাবটি যে গ্যালারি ভর্তি সমর্থকের উপস্থিতিতে জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবে তাতে কোনো সন্দেহ নেই৷

Champions League Borussia Dortmund SSC Neapel
ছবি: Reuters

গ্রুপ ‘সি' থেকে আগেভাগে উঠে গেছে পিএসজি৷ তাই বাঁচামরার লড়াইটা এখন অলিম্পিয়াকস আর বেনফিকার মধ্যে৷ অলিম্পিয়াকসের ৭ আর বেনফিকার ৫ পয়েন্ট৷ তাই বেনফিকা আন্ডারলেখটের সঙ্গে ড্র করলে, নিজেদের ম্যাচে না হারলেই লক্ষ্য পূরণ হবে অলিম্পিয়াকসের৷ তবে ম্যাচটা যেহেতু গ্রুপ চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে, তাই ড্র করাও গ্রিসের ক্লাবটির জন্য সহজ কাজ নয়৷

‘ই', ‘এফ', ‘জি' এবং ‘এইচ' গ্রুপের খেলাগুলো হবে বুধবার৷ তবে বাসেল, শালকে, আর্সেনাল, বোরুসিয়া ডর্টমুন্ড, নাপোলি, এসি মিলান এবং আয়াক্স আমস্টারডামের সমর্থকরা এখন থেকেই উত্তেজনা, উৎকণ্ঠায় টগবগ করছেন৷ গ্রুপ ‘ই'-তে শালকে আর বাসেলের ম্যাচে যে জিতবে সে-ই উঠে যাবে শেষ ষোলোতে৷ শালকে জিতলে শালকে যাবে, হারলে বাসেল৷ এমনকি জার্মান ক্লাবটির সঙ্গে ড্র করলেও ক্রিসমাস শুরুর আগেই আনন্দে ভাসবে সুইজারল্যান্ডের ক্লাব বাসেল৷

গ্রুপ এফ-এ আরেক জার্মান ক্লাব বোরুসিয়া ডর্টমুন্ডের অবস্থা শালকের চেয়ে একটু ভালো৷ অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে জিতলে তো হবেই, অন্য ম্যাচে নাপোলি আর্সেনালকে হারাতে না পারলে ড্র করলেও গতবারের রানার্স আপরা পার হয়ে যাবে প্রথম পর্বের বৈতরণী৷ আর্সেনালের ১২, বোরুসিয়া আর নাপোলির ৯ পয়েন্ট৷ নাপোলির শুধু জিতলে চলবে না, ডর্টমুন্ড জিতলে, তাদের জিততে হবে তিন গোলের ব্যবধানে৷ ডর্টমুন্ড খেলবে এখনো কোনো পয়েন্ট না পাওয়া মার্সেইয়ের বিপক্ষে৷ অন্যদিকে মারাদোনার সাবেক ইতালীয় ক্লাব নাপোলির প্রতিপক্ষে আর্সেনাল৷ ইনজুরিতে জর্জরিত বোরুসিয়া বেশি খারাপ না খেললে আরেকবার ফাইনালের পথে যাত্রা এবারও তারা অব্যাহত রাখতেই পারে৷

এসিবি/ জেডএইচ (রয়টার্স, ডিপিএ, গোলডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য