1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছিল কুকুর, হয়ে গেল ভাল্লুক!

২ এপ্রিল ২০১৮

এক ব্যক্তি কুড়িয়ে পেয়েছিলেন একটি কুকুর ছানাকে৷ কিন্তু পরে দেখা গেল ঐ জন্তুটি কুকুর শাবক নয়, ভাল্লুক!

https://p.dw.com/p/2vMUC
Russe mit dem Braunbär Masha 19.09.2014
ছবি: Reuters/Ilya Naymushin

ঘটনাটি ঘটেছে চীনের ইউনান প্রদেশে৷ তিন বছর আগে ঐ ব্যক্তি রাস্তায় অবহেলায় পড়ে থাকতে দেখেন এক কালো কুকুর ছানাকে৷ কুড়িয়ে আনেন ঘরে৷

এরপর একে নিয়মিত দুধ, কর্ন ও সসেজ খাওয়ান৷ কিন্তু ক'দিন পরই টের পান কুকুর শাবকটির শরীরের গঠন ও আচরণ ঠিক কুকুরদের মতো নয়৷

তাঁর দাবি, মাত্র আট মাসেই সেই কুকুর শাবকটি ১ দশমিক ৭ মিটার লম্বা ও এর ওজন ৮০ কেজি হয়ে যায়৷

তারপরই তিনি বুঝতে পারেন, এটি আসলে কুকুর প্রজাতির নয়, বরং এটি একটি কালো ভাল্লুক

এ সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে গেছে৷ সেই ভিডিওটিতে, যা সম্ভবত ঐ ব্যক্তিরই শুরুর দিকে করা, দেখা যায় যে, ছোট্ট সেই ভাল্লুক শাবক একটি কুকুরের সঙ্গে খেলছে৷ সে খুবই সাবলীলভাবে দুই পায়ে হাঁটছে৷

ঐ ব্যক্তির বরাত দিয়ে সামাজিক গণমাধ্যমে বলা হচ্ছে যে, তিনি প্রথমে ভেবেছিলেন কুকুর ছানাটি ভাল্লুকের মতো দেখতে৷ কিন্তু সত্যিই যে ওটা ভাল্লুক হবে তা কল্পনাতেও আসেনি তাঁর৷

নিরাপত্তার খাতিরে সেই ভাল্লুক আপাতত শিকলে বাঁধা অবস্থায় খাঁচার ভেতরে দিনযাপন করছে৷

বন বিভাগের কর্তারা গেল ফেব্রুয়ারিতে আবিষ্কার করেন যে, একটি ভাল্লুক সেই ব্যক্তির বাড়িতে অবস্থান করছে৷ ভাল্লুকটি উদ্ধার করে তারা নিজেদের তত্ত্বাবধানে নিয়ে যান৷

জেডএ/এসিবি