মারতে আসা ভাল্লুককে খালি হাতেই তাড়ালেন তিনি
১০ ফেব্রুয়ারি ২০১৭মুরব্বিরা বলেন, ভাল্লুক দেখলে মরার মতো ভান করে শুয়ে থাকতে৷ এতে নাকি ভাল্লুক আর আক্রমণ করে না৷ কিন্তু রাল্ফ পির্সন করলেন উল্টো৷ আক্রমণের লক্ষ্যে ছুটে আসা ভাল্লুককে দেখে উল্টো নিজেই করলেন গর্জন৷ হাত উঁচু করে নিজের শরীরটাকেও স্বাভাবিকের চেয়ে বড় করে উপস্থাপন করলেন ভাল্লুকের সামনে৷
ফলাফল যা হয়েছে তা বেশ আশ্চর্যজনক৷ ভাল্লুক বেচারা রাল্ফের একেবারে কাছাকাছি এসেও আক্রমণ না করে পিছু হটে গেল৷ শুধু তাই নয়, মুহুর্তেই মিলিয়ে গেল তুষারে ঢাকা জঙ্গলে৷ আর পুরো দৃশ্যটি ক্যামেরাবন্দি করলেন রাল্ফের এক বন্ধু দম্পতি৷ সুইডেনে সেটা ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷
ভাল্লুকটা আসলে ভড়কে গিয়েছিল রাল্ফের আচরণে৷ শৌখিন এই সুইডিশ শিকারি অতীতেও কয়েকবার ভাল্লুক দেখেছেন৷ তবে এ রকম পরিস্থিতির মুখোমুখি হননি৷ তবে রাল্ফ জানিয়েছেন, ভাল্লুক তাড়ানোর এই কায়দাটা নাকি শিখেছেন পাখিদের কাছ থেকে৷ এটা নাকি শুয়ে পড়ার চেয়েও বেশি কার্যকর!
প্রসঙ্গত, সুইডেনে বাদামি ভাল্লুকের হামলায় প্রাণহানির ঘটনা দুর্লভ৷ বরং ভাল্লুকরা সচরাচর মানুষকে এড়িয়ে চলে বলেই ধারণা করা হয়৷ রাল্ফের ধারণা, তিনি একটি শিকারি কুকুরকে প্রশিক্ষণ দিতে গিয়ে ভাল্লুকটির বেশি কাছে চলে গিয়েছিলেন৷ ফলে সেটি এমন প্রতিক্রিয়া দেখিয়েছে৷