1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জটিল পর্যায়ে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত - গোল্ডস্টেইন

সমীর কুমার দে, ঢাকা২ ডিসেম্বর ২০১২

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণ করতে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল৷ এর সদস্য অ্যালেন গোল্ডস্টেইন বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত এখন জটিল পর্যায়ে রয়েছে৷

https://p.dw.com/p/16uPx
ARCHIV - Das Logo der World Bank (Weltbank), aufgenommen am 01.11.2009 in Washington. Die Weltbank hat ihre globale Wachstumsprognose wegen der Euro-Krise kräftig gestutzt und warnt vor einem Absturz der gesamten Weltwirtschaft. Die Eurozone wird dem am Mittwoch (18.01.2012) in Peking vorgelegten Ausblick zufolge dieses Jahr in die Rezession rutschen. Weltweit erwartet die Weltbank nur noch ein Wachstum von 2,5 Prozent in diesem und 3,1 Prozent im nächsten Jahr. Foto: Rainer Jensen dpa +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

আর দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, সফররত বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে৷

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণ করতে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে সফররত বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল৷ রোববার বেলা ৩টার দিকে তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান৷ সোয়া ৩টার দিকে তারা দুদকের অনুসন্ধান দলের সঙ্গে বৈঠকে বসেন৷ প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে বিকেল ৫টায় বের হয়ে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত এখন জটিল পর্যায়ে রয়েছে৷ দুদক কার্যকর পদক্ষেপ নিলেই বিশ্বব্যাংক ইতিবাচক সিদ্ধান্ত দেবে বলে জানান তিনি৷

বৈঠক শেষে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, সফররত বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে৷ আগামী ৪ঠা ডিসেম্বর তাদের সঙ্গে আবারও বৈঠক হবে বলেও জানান তিনি৷

এর আগে শনিবার দ্বিতীয়বারের মতো ঢাকায় আসে বিশ্বব্যাংকের তিন সদস্যের বিশেষজ্ঞ দল৷ ওইদিন বিকেলে বিমানবন্দরে পৌঁছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান আইনজীবী লুই গ্যাবরিয়েল ওকাম্পো৷ আর রাতেই ঢাকায় পৌঁছেন দলের অন্য দুই সদস্য৷

রোববার সকালে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বিশেষজ্ঞ দলটি৷ এরপর বিশ্বব্যাংকের প্রতিনিধি দলটি দুদকে গিয়ে বৈঠক করে৷ মূলত দুদকের তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ এবং তদন্ত বিষয়ে পরামর্শ দিতে দ্বিতীয়বারের মতো ঢাকায় আসে বিশেষজ্ঞ দলটি৷

এদিক রোববার সকালে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সঙ্গে কথা বলেন দুদকের অনুসন্ধান দল৷ প্রসঙ্গত, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গত জুনে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করেছিল বিশ্বব্যাংক৷ তবে সরকারের তৎপরতায় ‘শর্তসাপেক্ষে' এ প্রকল্পে ফেরার ঘোষণা দেয় বহুজাতিক এই ঋণদাতা সংস্থা৷ এরপরই তারা তদন্ত পর্যবেক্ষণে প্যানেল গঠন করে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য