1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জন লেননের অ্যাবে রোড-এর সাদা স্যুট নিলামে উঠছে

১৪ ডিসেম্বর ২০১০

পপ ও রক মিউজিকের প্রাণপুরুষ জন লেননের বিখ্যাত অ্যাবে রোড অ্যালবামের কভারে থাকা সাদা স্যুট পরা ছবিটির কথা মনে আছে? এবারের নিউ ইয়ার্স ডে-তে সেটি নিলামে উঠছে৷ সাথে থাকছে তাঁর ক্রিসলার স্টেশন ওয়াগন এবং আরো কিছু জিনিসপত্র৷

https://p.dw.com/p/QXUd
Beatle, John Lennon, marriage bride, Japanese artist, Yoko Ono, Rock of Gibraltar, Paris, প্যারিস, মধুচন্দ্রিমা, জাপানি, শিল্পী, বধূ, ইয়োকো ওনো, পাশে লেনন
প্যারিসে মধুচন্দ্রিমায় যাওয়ার আগে জাপানি শিল্পী বধূ ইয়োকো ওনো’র পাশে লেননছবি: AP

ব্রসওয়েলস অকশন হাউস এই খবর দিয়েছে৷ এদিকে নরওয়াক কানেকটিকাট অকশন হাউস জানিয়েছে, শেষবার ২০০৫ সালে ঐ সাদা স্যুটটি বিক্রি হয় ১ লাখ কুড়ি হাজার ডলারে৷ ১৯৬৯ সালে অ্যাবে রোড- বিভিন্ন ছবিতে দেখা যায়, লম্বা চুল দাড়ির লেনন, লন্ডনে রাস্তার একটি জেবরা ক্রসিং-এর ওপরে ঐ সাদা স্যুটটি পরে দ্য বিটলসের নেতৃত্ব দিচ্ছেন৷

সাথে রয়েছেন কালো স্যুট পরা রিঙ্গো স্টার, ধূসর রঙ-এর স্যুট পরে রয়েছেন পল ম্যাককার্টনি, আর জর্জ হ্যারিসন পরেছেন নীল জিন্স এবং নীল শার্ট৷ ম্যাককার্টনি ছাড়া সবার পায়ে জুতো ছিল৷ শুধু ম্যাককার্টনি ছিলেন খালি পায়ে৷ সেখানে বোঝানো হয়েছিল পল মারা গেছেন এবং লেনন শেষকৃত্যের নেতৃত্ব দিচ্ছেন৷ ঐ অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে, কাম টুগেদার এবং হেয়ার কামস দ্য সানের মতো বিখ্যাত গান৷

লেননের ঐ স্যুটটির ডিজাইনার ছিলেন টেড লাপিডাস৷ সেলিব্রিটি ব্রিজিত বার্দোত এবং অ্যালাইন ডেলনের ডিজাইনারও ছিলেন লাপিডাস৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য