1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতীয় সংগীত গেয়ে ৭ বছরের শিশু ভাইরাল

২৬ সেপ্টেম্বর ২০১৮

শিশু মালেয়া এমার বয়স মাত্র সাত বছর৷ কিন্তু যারা তাকে না দেখে তার গান শুনেছেন, তাদের পক্ষে বিশ্বাস করা সম্ভব না, এমার বয়স মাত্র সাত বছর৷

https://p.dw.com/p/35VTs
Twitter Malea Emma Nationalhymne Wettbewerbssiegerin
ছবি: Twitter/LA Galxy

যুক্তরাষ্ট্রের সকার ফ্র্যাঞ্চাইজি এলএ গ্যালাক্সির এক ম্যাচের শুরুতে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত ‘স্টার স্প্যাঙ্গলড ব্যানার' গাওয়ার সুযোগ পায় এই শিশু৷

নাম ঘোষণার সময়ই তার অসামান্য প্রতিভার একটু পরিচয় দিয়েছিলেন উপস্থাপক৷ মাঠের মাঝখানে এসে দাঁড়ায় ‘টাইনি বাট মাইটি' অর্থাৎ ক্ষুদ্র হলেও শক্তিশালী মালেয়া এমি৷

মাইক্রোফোন হাতে মিষ্টি একটা হাসি দিয়ে একবার গ্যালারিভর্তি দর্শক আর একবার ক্যামেরার দিকে তাকায়৷ তখনও হাজার হাজার দর্শক বুঝতে পারেনি এই সাত বছরের মেয়ে কিছুক্ষণের মধ্যে তাঁদের হৃদয় জয় করতে চলেছে৷

প্রথম লাইন গুনগুন করে গেয়ে যখন জাতীয় সংগীত গাইতে শুরু করলো এমা, তখন পুরো স্টেডিয়াম স্তব্ধ৷

দুই মিনিট পর উল্লাসে ফেটে পড়ে তুমুল করতালিতে দর্শকরা স্বাগত জানান অসামান্য এই খুদে গায়িকাকে৷

স্বয়ং খ্যাতিমান ফুটবলার স্লাটান ইব্রাহিমোভিচ এমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে টুইট করেছেন ভিডিওটি৷

এডিকে/এসিবি