ব্রুনো মার্সের গানে পুলিশ সদস্যদের নৃত্য
১৮ জুলাই ২০১৮বিজ্ঞাপন
পুলিশ মানেই যেন বন্দুক আর অপরাধীদের পেছনে ছুটে বেড়ানো৷ কিন্তু ইউনিফর্মধারীদের সেই চেহারা যে অন্যরকমও হতে পারে, সেটিই আরো একবার প্রমাণ করলো নরফোক পুলিশ বিভাগ৷
পুলিশ শুধু গম্ভীর মুখে অপরাধী ধরতে ব্যস্ত, এমন ধারণা পালটাতেই এই আয়োজন৷ এক সপ্তাহ আগে নিজেদের ফেসবুক পেজে আপলোড করা ভিডিওতে দেখা যায় ইউনিফর্ম গায়ে দিয়েই নিজেদের কর্মস্থলে গানের তালে তালে নাচছেন পুলিশ সদস্যরা৷
ফেসবুকে নতুন এক চ্যালেঞ্জ জনপ্রিয় হয়েছে, নাম তার লিপসিংক চ্যালেঞ্জ৷ চ্যালেঞ্জগ্রহীতাকে চ্যালেঞ্জদাতার দেয়া গানের সাথে ঠোঁট মিলিয়ে অনুকরণ করতে হয়৷
জুলাই মাসের শুরুতে করিন্থ পুলিশ বিভাগের দেয়া এই চ্যালেঞ্জ সানন্দে গ্রহণ করে নরফোক৷ আর তাতেই কেল্লাফতে৷ ফেসবুকে ৯ জুলাই আপলোড করা ভিডিওটি এরই মধ্যে দেখা হয়েছে সাড়ে ৬ কোটিরও বেশি বার, শেয়ার হয়েছে ১৪ লাখ বার৷
এডিকে/এসিবি