1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে মাছ ধরতে লাইসেন্স লাগে!

১৪ আগস্ট ২০১৮

আপনি সৌখিন মাছ শিকারি হোন কিংবা জেলে – জার্মানিতে মাছ ধরতে লাগবে লাইসেন্স৷ আর সেই লাইসেন্স পেতে গেলে করতে হবে কোর্স, পেতে হবে সার্টিফিকেট৷

https://p.dw.com/p/32yXq
ছবি: Jennifer Collins

সৌখিন মৎস শিকারি বা জেলে – উভয় শ্রেণির জন্যই মাছ ধরার এক আদর্শ স্থান জার্মানি৷ দেশটির উত্তরে রয়েছে ‘নর্থ সি', উত্তরপশ্চিমাঞ্চলে ‘বাল্টিক সি'৷ এছাড়া বিভিন্ন নদী, লেক কিংবা বন্দরেও মাছ ধরার সুযোগ রয়েছে৷ তবে মাছ ধরতে লাইসেন্স নিতে হবে৷ আর যেখানে মাছ ধরতে চান, সেখানে তা করার অনুমতি আছে কিনা তাও আগে থেকে জেনে নিতে হবে৷

যেভাবে লাইসেন্স নেবেন

মাছ ধরার বরশির জন্য লাইসেন্স নিতে হয় জার্মানদের৷ আর সেটা পেতে একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে৷ এই পরীক্ষায় মূলত জার্মানিতে মাছ ধরার আইন আপনি কতটা জানেন, যেমন কোন আকারের মাছ কোন মৌসুমে ধরা যাবে বা যাবে না, বা কোন প্রজাতির মাছ ধরা যাবে, কিংবা মাছ ধরার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আপনার কতটা জ্ঞান আছে তা যাচাই করা হয়৷ তাই, মাছ ধরার লাইসেন্স পাওয়ার পরীক্ষায় অংশ নেয়ার আগে আপনাকে স্থানীয় মাছ ধরার ক্লাব আয়োজিত প্রস্তুতিমূলক একটি কোর্স করতে হবে৷

লাইসেন্স পাওয়ার সেই পরীক্ষায় পাস করলে আপনি সারা জীবনের জন্য মাছ ধরার লাইসেন্স পাবেন৷ তবে সেটি রাজ্যভেদে কয়েক বছর পরপর নবায়ন করতে হবে৷ জার্মানিতে অবস্থানরত অভিবাসী বা পর্যটকদের জন্যও মাছ ধরতে গেলে লাইসেন্সের প্রয়োজন আছে৷ তবে কিছু রাজ্যে এই বিষয়টি খানিকটা শিথিলও৷ সেক্ষেত্রে আপনি মাছ ধরতে সক্ষম এমন প্রমাণ দিতে পারলেও অল্প কিছুদিনের জন্য আপনাকে লাইসেন্স দেয়া হতে পারে৷

তবে...

শুধু মাছ ধরার লাইসেন্স থাকলেই আপনি যে কোনো জায়গায় গিয়ে মাছ ধরতে পারবেন না৷ জার্মানিতে বেশকিছু মৎস ভাণ্ডার রয়েছে, যেখানে মাছ ধরতে গেলে আলাদাভাবে অনুমতির প্রয়োজন হবে৷ আর সেই অনুমতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা অনুমতি না নিয়ে যদি আপনি মাছ ধরেন, তাহলে শাস্তি হিসেবে জরিমানা হতে পারে৷ জার্মানির একটি রাজ্যে এই জরিমানার পরিমাণ ২৫,০০০ ইউরো অবধি হতে পারে৷

‘সাইজ ম্যাটার্স'

হুম, আপনি কোন আকারের মাছ ধরছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ জার্মানিতে মাছের বংশবৃদ্ধি অব্যাহত রাখতে এবং মাছের বৃদ্ধি ঠিক রাখতে কিছু নির্দিষ্ট আকারের মাছ এবং নির্দিষ্ট কিছু মৌসুমে কিছু প্রজাতির মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আছে৷ সেই নিষেধাজ্ঞা সম্পর্কে ধারণা পেতে আপনার মাছ ধরার অনুমতিপত্র দেখতে পারেন৷ এক্ষেত্রে আপনি কোন রাজ্যে মাছ ধরছেন তা গুরুত্বপূর্ণ৷

তথ্যসূত্র: ফিসিংলাইসেন্স ডটইউ এবং ইজেফাউন্ডেশন ডটঅর্গ

আপনি কখনও মাছ ধরেছেন? জানান আপনার অভিজ্ঞতা, নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য