1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্ঘটনা দেখলে কী করবেন?

১২ আগস্ট ২০১৬

আজকাল আজব এক দৃশ্য দেখা যায়৷ সড়ক দুর্ঘটনা হলেই, আহত কাউকে ঘিরে দাঁড়িয়ে থাকে একদল মানুষ৷ এদের প্রায় সবার হাতে থাকে মোবাইল ক্যামেরা৷ দেখা যায়, আহত মানুষটিকে সহায়তার বদলে ভিডিও করতেই ব্যস্ত হয়ে পড়েছে সবাই৷

https://p.dw.com/p/1Jh03
মিশায়েল শুমাখার
ছবি: Getty Images

ফেসবুকে একটি সচেতনতামূলক ভিডিওতে এ রকম এক দৃশ্য দেখানো হয়েছে৷ এতে দেখা যাচ্ছে, ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মোটর সাইকেল থেকে রাস্তায় পড়ে গেছেন এক দম্পতি৷ পুরুষটির অবস্থা বেশ করুণ৷ মাথা দিয়ে রক্ত বের হচ্ছে, অচেতন পড়ে আছেন তিনি৷

মুহূর্তেই তাঁদের ঘিরে ধরে একদল মানুষ৷ কেউ কেউ আগ্রহ নিয়ে ভিডিও করতে থাকে ব্যথায় কাতর এবং সহায়তা চাওয়া নারীটিকে৷ কিন্তু আহতদের সাহায্যে কেউ শুরুতে এগিয়ে আসে না৷ এক পর্যায়ে অবশ্য একজন যুবককে তাঁদের সহায়তা করতে আসেন এবং নানাভাবে আহত ব্যক্তির সেবা করেন৷ এর কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্সও ডাকা হয়, তাই শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান যুবকটিয

আলোচিত জনসচেতনতামূলক ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন অসংখ্য মানুষ৷ ওয়াদুদ মাইমুন্নেচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে এটি প্রচার করা হচ্ছে৷

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য