1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি পান্থ রহমান৷
পান্থ রহমানছবি: DW

পান্থ রহমান

আগ্রহের বিষয়: কূটনীতি ও পররাষ্ট্র বিষয়ক সংবাদ এবং এনালাইসিস।

পান্থ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজির গ্রাজুয়েট। সাংবাদিকতা ছিল তার প্যাশন, এখন প্রফেশন।

শিক্ষার্থী অবস্থায় ১৯৯৭ সাল থেকে দৈনিক মুক্তকণ্ঠ ও জনকণ্ঠে প্রদায়ক হিসেবে সাংবাদিকতায় যাত্রা শুরু করেন পান্থ রহমান। পরে সেখান থেকে ১৯৯৮ সালে দৈনিক প্রথম আলোর প্রদায়ক এবং পরবর্তীতে পত্রিকাটির সাপ্তাহিক বিজ্ঞান সাময়িকী ‘বিজ্ঞান প্রজন্ম’-এর সহকারী ও গণিত অলিম্পিয়াডের সমন্বয়কের দায়িত্ব পালন করেন ২০০৬ সালের মার্চ মাস পর্যন্ত।

২০০৬ সালের এপ্রিলে ‍যুক্ত হন চ্যানেল আইয়ের সঙ্গে। আজ অবধি সেখানেই আছেন। চ্যানেল আইয়ের বাইরেও অনিয়মিতভাবে (ফ্রিল্যান্সার ও স্টিঙ্গার) রয়টার্স ফাউন্ডেশন ও গ্যাভি’র জন্য প্রতিবেদন ও অ্যানালাইসিস লেখার অভিজ্ঞতা আছে তার।

স্কিপ নেক্সট সেকশন প্রতিবেদন: পান্থ রহমান

প্রতিবেদন: পান্থ রহমান