সরকার সমালোচক সাংবাদিক ‘দোষী সাব্যস্ত’
১৫ জুন ২০২০এক ব্যবসায়ীর করা এই মানহানির মামলার রায় হয় সোমবার৷ রায়ে বলা হয়, ‘‘বাক স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকার কখনো দায়বদ্ধতার উর্ধে যেতে পারে না এবং যাওয়া উচিত নয়৷’’
রেসার সহকর্মী রে সান্তোস জুনিয়র ২০১২ সালে সাবেক এক প্রধান বিচারপতি ও এক ব্যবসায়ীর মধ্যকার ‘গভীর সম্পর্ক’ নিয়ে প্রতিবেদন করেন৷ ঐ প্রতিবেদনে উইলফ্রেডো কেং নামের সেই ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত দেয়া হয়৷ ২০১৭ সালে রেসা ও সান্তোসের বিরুদ্ধে মামলা করেন কেং৷ যেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিবেদন করা হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷
রায়ে বলা হয়, ‘‘যেহেতু এই আদালতের লক্ষ্য ন্যায় প্রতিষ্ঠা, তাই শুধু রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বাক ও সংবাদমাধ্যমের স্বাধীনতাই শুধু নয়, সমানভাবে কেংয়ের মতো প্রত্যেক নাগরিকের স্বার্থ রক্ষাও এর দায়িত্ব৷’’
‘ভয়ঙ্কর ঘটনা’
তবে রেসার .ব্যাপলারের সহকর্মীরা দাবি করেছেন যে, এই রায় ন্যায়ের বিপক্ষে গেছে৷
একটি আনুষ্ঠানিক বার্তায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘এই সিদ্ধান্তে আইনের শাসন প্রতিষ্ঠা করা হয়নি, বরং আইনের শাসনকে কোনো কোনো ব্যক্তি ও রাজনৈতিক অভিসন্ধির স্বার্থে ভিন্নধারায় প্রবাহিত করা হয়েছে৷ আজকের রায় শুধু সাংবাদিকদের জন্য নয়, অনলাইনে থাকা প্রত্যেক মানুষের জন্য একটা ভয়ংকর উদাহরণ হয়ে থাকল৷’’
রেসা ও সান্তোস জুনিয়রের ছয় বছর পর্যন্ত সাজার ঘোষণা হয়েছে৷ তবে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন৷ ততদিন পর্যন্ত তাদের সাজা খাটতে হবে না৷
শুনানির আগে প্রেসিডেন্ট দুতের্তের নানা সিদ্ধান্তের কঠোর সমালোচনাকারী .ব্যাপলারের প্রধান রেসা বলেছিলেন, এই রায় শুধু ফিলিপাইন্স নয়, পুরো বিশ্বের সংবাদপত্রের স্বাধীনতার জন্য হুমকি৷ ২০১৮ সালে রেসা টাইম ম্যাগাজিনের পারসন্স অফ দ্য ইয়ার নির্বাচিত হন৷
জেডএ/এসিবি (ডিপিএ, এএফপি)
গত শুক্রবারের ছবিঘরটি দেখুন...