ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন
২৪ এপ্রিল ২০১৭এমন পরিস্থিতি কল্পনা করা কঠিন৷ দেশের সর্বোচ্চ পদের জন্য নির্বাচন হচ্ছে৷ বাংলাদেশে আওয়ামী লীগ বা বিএনপি – কেউ সেই পদ পেলেন না৷ অথবা ভারতে বিজেপি অথবা কংগ্রেস৷ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে সেই অসাধ্য সাধন করলেন দুই ‘প্রান্তিক' প্রার্থী৷ রক্ষণশীল ও সমাজতন্ত্রী প্রার্থীদের পেছনে ফেলে প্রথম দুই স্থান দখল করলেন উদার, ইউরোপপন্থি প্রার্থী এমানুয়েল মাক্রোঁ ও দক্ষিণপন্থি ইউরোপবিরোধী প্রার্থী জঁ মারি ল্য পেন৷ এবার আগামী ৭ই মে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বে তাঁদের মধ্যে সরাসরি লড়াই হবে৷
জয়ের ব্যবধান বেশি নয়, তবেএই ঐতিহাসিক নির্বাচনে ফলাফলের গুরুত্বখাটো করে দেখা চলে না৷ মাক্রোঁ পেয়েছেন ২৩.৯ শতাংশ, ল্য পেন ২১.৪ শতাংশ৷ ফ্রান্সের ভোটাররা মূল স্রোতের রাজনৈতিক শক্তিগুলির প্রতি চরম বিরক্তি প্রকাশ করে তাদের শাস্তি দিয়েছেন৷ রক্ষণশীল দলের প্রার্থী ফ্রঁসোয়া ফিয়ঁ ১৯.৯ শতাংশ পেয়ে তৃতীয় স্থান দখল করেছেন৷ ক্ষমতাসীন সমাজতন্ত্রী দলের প্রার্থী বেনোয়া আমোঁ পেয়েছেন মাত্র ৬.৪ শতাংশ৷
প্রথম পর্বে জয়ের পর এমানুয়েল মাক্রোঁ তাঁর সমর্থকদের বলেন, মাসের পর মাস ধরে তিনি ফরাসি ভোটারদের ক্রোধ ও ভয়ের কথা শুনে আসছিলেন৷ তাঁরা পরিবর্তন চাইছিলেন বলেও শুনেছিলেন৷ মাক্রোঁ বলেন, এবার তিনি তাঁদের প্রত্যাশা পূরণ করতে ফরাসি রাজনীতির ভোল বদল করতে ও দেশকে আধুনিক করার কাজে মন দিতে চান৷ জাতীয়তাবাদের হুমকির মোকাবিলা করতে নির্বাচনের দ্বিতীয় পর্বে তিনি সব দেশপ্রেমীদের ঐক্যবদ্ধ করতে চান৷
উগ্র দক্ষিণপন্থি প্রার্থী ল্য পেন-এর জন্য প্রথম রাউন্ডে এই পরাজয় হজম করা মোটেই সহজ নয়৷ অনেক জনমত সমীক্ষায় তিনি এগিয়ে ছিলেন৷ গত কয়েক বছরে তিনি পেশাদারী দক্ষতার সঙ্গে তাঁর দলকে ক্ষমতায় আসার জন্য প্রস্তুত করে আসছিলেন৷ তারপর নির্দলীয়, আনকোরা নতুন এক প্রার্থী তাঁকে অতিক্রম করে এগিয়ে যাওয়ায় বেশ বড় ধাক্কা খেলেন তিনি৷ ফ্রান্সের নির্বাচনি ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বে এতকাল সব দল তাদের কোন্দল ভুলে দক্ষিণপন্থিদের বিরুদ্ধে একজোট হয়ে এসেছে৷ অতএব আগামী ৭ই মে এমানুয়েল মাক্রোঁ বিপুল ভোটে জয়লাভ করবেন, এমনটাই আশা করা যায়৷ দুই বড় দল অবিলম্বে মাক্রোঁ'র প্রতি সমর্থন জানিয়েছে৷ সেই ব্যবধান যতটা সম্ভব কমানোই হবে ল্য পেনের সামনে বড় চ্যালেঞ্জ৷
ফ্রান্সের নির্বাচনের ফলাফল প্রকাশিত হবার পর ইউরো-র বিনিময় মূল্য এক ধাক্কায় বেড়ে গেছে৷ আর্থিক বাজার স্বস্তির নিঃশ্বাস ফেলেছে৷ জার্মান সরকারের এক মুখপাত্র ইউরোপপন্থি প্রার্থী মাক্রোঁ-র সাফল্যে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন৷ পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল বলেছেন, তিনি নিশ্চিত যে এমানুয়েল মাক্রোঁ ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট হচ্ছেন৷ জার্মানির আসন্ন নির্বাচনে এসপিডি দলের প্রার্থী মার্টিন শুলৎস-ও সন্তোষ প্রকাশ করেছেন এবং ফ্রান্সের সব গণতন্ত্রমনস্ক মানুষকে ঐক্যবদ্ধ হবার ডাক দিয়েছেন৷
এসবি/এসিবি (এএফপি, রয়টার্স)