বাকি শিক্ষার্থীদের এখনই চীন থেকে না আনার পরামর্শ
১৭ ফেব্রুয়ারি ২০২০সোমবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় তিনি একথা বলেন বলে জানায় ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
লি বলেন, ‘‘আমার পরামর্শ তাদেরকে যেন এখনই ফিরিয়ে আনা না হয়, কারণ, তাতে এই দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকে যায়৷''
ঝুঁকির বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি জাপানে ট্যাক্সি চালকের সংস্পর্শে এসে বেশ কয়েকজনের সংক্রমিত হওয়ার কথা জানান৷
নভেল করোনা ভাইরাসে চীনে ১ হাজার ৭৭৫ জনের মৃত্যু এবং ৭০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন৷ সেখানে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে উদগ্রীব৷ গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ চীনের উহান থেকে ৩১২ জনকে ফিরিয়েও আনে৷ কিন্তু এখন বিমানের ওই ক্রুদের অন্যদেশে ঢুকতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে সরকার৷
করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে চীন সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে৷ বিশ্বের অন্যান্য দেশও চীনাদের ভিসা বাতিলসহ নানা ব্যবস্থা গ্রহণ করেছে৷
চীনে আটকে পড়া ১৭১ বাংলাদেশিকে ফেরানোর বিষয়ে একদিন আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন, হুবেই প্রদেশে আটকে পড়াদের দেশে ফেরানোর কাজ চলছে৷ তবে কবে নাগাদ তারা ফিরতে পারে সেটা চীন সরকারের অনুমোদনের উপর নির্ভর করছে৷
সোমবার চীনা রাষ্ট্রদূতকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশ সরকার ফেরানোর প্রস্তুতি নিলে চীনের অনুমতি পাওয়া যাবে৷
‘‘হুবেই থেকে এখন কোনো বিমান নেই৷ বাংলাদেশের বিমান গেলে সেটির পাইলট ও ক্রুরা অন্য দেশে ঢুকতে পারছে না৷ এটা বড় ধরনের জটিলতা৷ আমরা বিকল্প খুঁজছি৷ অনুমতি কোনো সমস্যা না, সমস্যা হলো কারিগরি বিষয়গুলো৷''
এসএনএল/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)