1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিফ্রান্স

‘বোকা’ বলায় মাক্রোঁর নিন্দা জানিয়েছে হাইতি

২২ নভেম্বর ২০২৪

এক ভিডিওতে হাইতির নেতৃত্বকে ‘সম্পূর্ণ বোকা’ বলে অভিহিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷ ক্যারিবীয় অঞ্চলে ফ্রান্সের ঔপনিবেশিক ইতিহাসের পরিপ্রেক্ষিতে তার মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷

https://p.dw.com/p/4nJnc
জি-টোয়েন্টি সম্মেলনে বক্তব্যের মুহূর্তে ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ
বুধবার ব্রাজিলের রিও ডি জেনেইরোতে চলা জি-২০ সম্মেলনের বাইরে হাইতিকে নিয়ে মাক্রোঁর একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছেছবি: Ludovic Marin/AFP/Getty Images

একটি ভিডিওতে দেখা গেছে, মাক্রোঁ এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন৷ সেখানে হাইতির বর্তমান রাজনৈতিক ও মানবিক পরিস্থিতি সম্পর্কে কথা বলার সময় ফরাসি প্রেসিডেন্ট হাইতির নেতৃত্বকে ‘সম্পূর্ণ বোকা' আখ্যা দেন৷

মাক্রোঁর ‘অগ্রহণযোগ্য’ এই মন্তব্যের প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছেন হাইতির পররাষ্ট্রমন্ত্রী৷

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হাইতির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট কাউন্সিল তার ‘অবন্ধুসুলভ এবং অনুপযুক্ত মন্তব্যে ক্ষোভ প্রকাশ’ করেছে এবং এই বক্তব্য সংশোধন করার আহ্বান জানানো হয়েছে৷

ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর কথাও জানিয়েছে হাইতি৷

মাক্রোঁ কী বলেছিলেন?

বুধবার ব্রাজিলের রিও ডি জেনেইরোতে চলা জি-২০ সম্মেলনের বাইরে তোলা একটি ভিডিও প্রকাশ হয়৷ সেখানে প্রেসিডেন্ট মাক্রোঁ হাইতির অন্তর্বর্তীকালীন পরিষদকে এই মাসের শুরুতে সাবেক প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ বোকা'র মতো কাজ হিসাবে উল্লেখ করেন৷

মাক্রোঁ একজন পথচারীর সঙ্গে কথা বলছিলেন, যাকে ফরাসি কর্মকর্তারা হাইতির নাগরিক হিসাবে চিহ্নিত করেছেন৷ মাক্রোঁকে ক্রমাগত মৌখিক আক্রমণ করছিলেন এই ব্যক্তি এবং হাইতির পরিস্থিতির জন্য ফ্রান্সকে দায়ী করছিলেন৷ এক পর্যায়ে মাক্রোঁ সেই ব্যক্তিকে এর জবাব দেন৷

তিনি বলেন, ‘‘সত্যি বলতে কি, হাইতিয়ানরাই মাদক পাচারের অনুমতি দিয়ে হাইতিকে ধ্বংস করেছে৷ এবং এরপরে তারা কী করেছে: প্রধানমন্ত্রী ছিলেন অসাধারণ, আমি তার পক্ষে বলেছি, তারা তাকে বরখাস্ত করেছে!’’

হাইতির সাবেক প্রধানমন্ত্রী গ্যারি কনিলের কথা উল্লেখ করেছেন মাক্রোঁ৷ হাইতিতে গ্যাং সংঘাত বেড়ে যাওয়ার মধ্যে মাত্র পাঁচ মাস চাকরির পরে ১০ নভেম্বর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়৷

ভিডিওতে পথচারীকে মাক্রোঁ বলেন, ‘‘এটা ভয়ানক, এটা ভয়ানক৷ আমি তার বিকল্প পাবো না৷ তারা সম্পূর্ণ বোকা৷ কখনোই তাকে বরখাস্ত করা উচিত ছিল না৷ প্রধানমন্ত্রী দারুণ ছিলেন৷’’

কেন কেনিয়া হাইতিতে বহুজাতিক নিরাপত্তা মিশনের নেতৃত্ব দিচ্ছে?

ফ্রান্সেও প্রতিক্রিয়া

হাইতির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ফরাসি রাষ্ট্রদূত স্বীকার করেছেন যে এমন মন্তব্য ‘দুর্ভাগ্যজনক'৷

এদিকে, বামপন্থি দল লা ফ্রান্স ইনসুমিস এর একজন ফরাসি আইন প্রণেতা আন্তোয়া লোমোঁ সামাজিক যোগাযোগ মাধ্যমে মাক্রোঁর মন্তব্যের নিন্দা জানিয়েছেন৷

তিনি বলেছেন, ‘‘মাক্রোঁর লজ্জা পাওয়া উচিত৷ এটা কী ধরনের ভাষা!’’

মাক্রোঁ এখনো তার মন্তব্য নিয়ে আলোচনার জবাব দেননি৷ তবে, ব্রাজিল থেকে চিলিতে যাওয়ার পর তার বক্তব্যে সমঝোতার আভাস পাওয়া গেছে৷

চিলির ন্যাশনাল কংগ্রেসে দেয়া ভাষণে তিনি বলেছেন, ‘‘ফ্রান্স হাইতির জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে এবং নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এবং একটি স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির জন্য নেয়া সব উদ্যোগকে সমর্থন করবে৷’’

হাইতিতে নিরাপত্তা মিশনে অর্থায়নের পাশাপাশি জাতিসংঘের সৈন্যদের জন্য ফরাসি এবং ক্রেওল ভাষার ক্লাসের জন্যও অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছেন মাক্রোঁ৷ এজন্য জাতিসংঘের তহবিলে ৪০ লাখ ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি৷

সাবেক ফরাসি উপনিবেশ হাইতি

সাবেক ফরাসি উপনিবেশ হাইতিতে রাষ্ট্রপতি মাক্রোঁর মন্তব্য ভালোভাবে গৃহীত হয়নি৷ দেশটির মানুষেরা ফরাসি উপনিবেশ থাকাকালীন দাসত্ব ও শোষণের শিকার হয়েছিল৷

১৮০৪ সালে হাইতি স্বাধীনতা ঘোষণা করে৷ কিন্তু ১৮২৫ সালে ক্রীতদাস এবং ক্ষতিগ্রস্ত সম্পদের জন্য উল্টো ফ্রান্সকেই ‘ক্ষতিপূরণ’ দিতে বাধ্য হয়েছিল হাইতি৷

হাইতির স্বাধীনতা ঋণ নামে পরিচিত এই ‘ক্ষতিপূরণ' এর পরিমাণ ছিল ১৫ কোটি ফ্রাংক (তৎকালীন ফরাসি মুদ্রা)৷ প্রতি বছর তিন কোটি ফ্রাংক দিয়ে পাঁচ বছরে এই ঋণ শোধ করা হয়৷ বর্তমানের হিসাবে হাইতিকে প্রায় ৫৬ কোটি ডলার "ক্ষতিপূরণ" দিতে হয়েছে বলে ধারণা করা হয়৷

হাইতির অর্থনীতিতে বিনিয়োগের অভাবকে বিবেচনায় নিয়ে অনেকে এই ‘ক্ষতিপূরণ'-এর পরিমাণ ১০০ বিলিয়ন ডলারের বেশি দাঁড়াতে পারে বলে দাবি করেন৷

বিশেষজ্ঞদের অনেকে এই ঋণ আরোপ করাকেই হাইতির অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার জন্য দায়ী করেন৷ এই ক্ষতির জন্য উলটো ফ্রান্সকেই ক্ষতিপূরণ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আহ্বান জানিয়ে আসছেন অনেকে৷

এডিকে/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য