1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত আর পাকিস্তান নিয়ে দীর্ঘশ্বাসের ছবি

২৫ সেপ্টেম্বর ২০২০

ভারতের পাঞ্জাব ছাড়তে বাধ্য হয়েছিল নাসিম বদরের পরিবার৷ পাকিস্তানের এই নারীর মতই অভিজ্ঞতা ভারতের স্পর্শ আহুজার পরিবারের৷ তাদের পূর্বপুরুষদের জন্মভূমি ছেড়ে যাওয়ার গল্প তুলে ধরছে প্রোজেক্ট দাস্তানের ভার্চুয়াল রিয়েলিটি মুভি৷

https://p.dw.com/p/3j06D
১৯৪৭ সালের সেপ্টেম্বরে তোলা ছবিতে দিল্লি থেকে পাকিস্তান যেতে মুসলিম শরণার্থীদের ট্রেনে উঠতে দেখা যাচ্ছে ছবি: picture-alliance/AP Photo

লন্ডনের বেড়ে ওঠা নাসিম বদর এতদিন তার পরিবারের কাছ থেকে শুধু ভারত থেকে পাকিস্তানে পালিয়ে আসার গল্পই শুনেছেন৷ এখন তিনি দাস্তান প্রকল্পের করা এক ভার্চুয়াল ফিল্ম দেখে বুঝতে পারছেন ১৯৪৭ সালে ভারত ভাগের সময় কী পরিস্থিতিতে পাঞ্জাবের রূপপুর থেকে চলে এসেছিল ৭০টি পরিবার৷ নাসিমের পরিবারও ছিল ওই ৭০টি মুসলিম পরিবারের মধ্যে৷

ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতা লাভ ইতিহাসের সবচেয়ে বড় বাধ্যতামূলক অভিবাসনের জন্ম দেয়৷ ১২ মিলিয়ন, অর্থাৎ এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ দেশ ছাড়তে বাধ্য হয় এবং দাঙ্গায় মারা যায় ১০ লাখেরও বেশি মানুষ৷

নাসিমের কখনো ভারতে যাওয়া হয়নি ৷ তবে এখন দাস্তান প্রকল্পের তৈরি ভার্চুয়াল রিয়েলিটি ছবিটি দেখার পর রূপনগর সম্পর্কে ধারণা স্পষ্ট হয়ে গেছে তার৷

ছবিটি দেখার পর তার পরিবার অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন বলে জানান নাসিম বদর ৷ ‘‘এটা তাদের জীবন এবং দক্ষিণ এশিয়ার ইতিহাসের একটি বড় অংশ, তাই এই স্মৃতিগুলো সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ’’ বলে মনে করেন নাসিম৷

একই কথা বলেন দাস্তান প্রকল্পের প্রতিষ্ঠাতা স্পর্শ আহুজা৷ ১৯৪৭ সালে তার বাবার বয়স ছিল সাত বছর৷ সেই বয়সেই জন্মভূমি পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হয়েছিলেন তিনি৷

এনএস/এসিবি (রয়টার্স)