ভারতে হাসপাতালে আগুনে ১০ নবজাতকের মৃত্যু
১৬ নভেম্বর ২০২৪উত্তর প্রদেশে ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের নবজাতক ইউনিটে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে সামাজিক মাধ্যম এক্স-এ বার্তা দিয়েছেন৷ তিনি লিখেছেন, ‘‘যারা তাদের নিষ্পাপ সন্তান হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা৷ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তাদেরকে এই অপরিসীম ক্ষতি সহ্য করার শক্তি দেন৷''
যেভাবে আগুনের সূত্রপাত
হাসপাতালের নবজাতক ইউনিটে শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে আগুন লাগে৷ দ্রুত তা পুরো ওয়ার্ডে ছড়িয়ে পড়ে৷ সেসময় নবাজতক ওয়ার্ডে ৫৫টি শিশু চিকিৎসাধীন ছিল৷ আগুন লাগার পর ৪৫ শিশুকে উদ্ধার করে চিকিৎসা দেয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা বিমল কুমার দুবে৷
উত্তর প্রদেশের উপ মূখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে৷ তিনি বলেন, ‘‘সাতটি মরদেহ চিহ্নিত করা গেছে৷ তিনটি মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি৷’’
এই ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন তিনি৷ বলেন, ‘‘আমরা বিয়োগান্তক এই ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করবো এবং কঠোর ব্যবস্থা নেব৷ সরকার এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে৷''
প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বার্তা সংস্থা এপির কাছে অভিযোগ করেছেন আগুন লাগার আধাঘণ্টা পরে উদ্ধার তৎপরতা শুরু হয়৷ হাসপাতালের ফায়ার অ্যালার্ম বা অগ্নি সতর্কতা ব্যবস্থা কাজ করেনি৷ আগুন ও ধোঁয়া দেখার পরে তারা তৎপর হন৷
এই ঘটনায় হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে৷ সন্তানহারা বাবা নরেশ কুমার বলেন, ‘‘নিরাপত্তা অ্যালার্ম কাজ করলে আমরা আরো আগে তৎপর হতে পারতাম, আরো প্রাণ বাঁচাতে পারতাম৷''
উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হতাহতের পরিবারকে পাঁচ লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন৷
সাম্প্রতিক সময়ে ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডের আরো ঘটনা ঘটেছে৷ ছয় মাস আগে দিল্লির একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত নবজাতকের মৃত্যু হয়েছিল৷
এফএস/আরআর (এএফপি, এপি)