1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের শঙ্কা

২৬ ফেব্রুয়ারি ২০১৯

সাহায্য ঢোকা না ঢোকা নিয়ে সপ্তাহান্ত জুড়ে চলা সহিংসতার পর ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের শঙ্কা বেড়েছে৷ তবে এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি৷ দক্ষিণ অ্যামেরিকায় আগে কখনো সামরিক হস্তক্ষেপ করেনি মার্কিনিরা৷

https://p.dw.com/p/3E7nc
Kolumbien Treffen Lima Gruppe in Bogota
ছবি: picture-alliance/AP Photo/M. Mejia

শঙ্কা কতটা বেড়েছে?

শনিবার ব্রাজিল ও কলম্বিয়ার সঙ্গে সীমান্তে বিদেশি ত্রাণ বহর আটকে দিতে সেনা মোতায়েন করে ভেনেজুয়েলা সরকার৷ সীমান্ত বন্ধ করে দেয়ায় সেনা ও ত্রাণকর্মীদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত এবং তিনশ' জন আহত হন৷ এরপর থেকে মার্কিনিদের সামরিক হস্তক্ষেপের বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে৷

যুক্তরাষ্ট্র, দক্ষিণ অ্যামেরিকা ও ইউরোপের অনেক দেশ কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বিদ্রোহী নেতা গুয়াইদো ভেনেজুয়েলাকে ‘যে কোনো উপায়ে মুক্ত করতে' বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন৷

সোমবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও ঘোষণা দিয়েছেন যে,  গুয়াইদোকে শেষ পর্যন্ত সমর্থন করবে ওয়াশিংটন৷

ইইউ হস্তক্ষেপ করবে না

সোমবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা কোনো সামরিক হস্তক্ষেপ করবে না৷ ইউরোপের খোলাখুলি এমন অবস্থান পরিষ্কার করাকে খুব সময়োপযোগী বলছেন বিশ্লেষকরা৷ কারণ, গত সপ্তাহান্তের সহিংসতা মার্কিন হস্তক্ষেপকে উসকে দিয়েছে৷ ‘‘২৩ ফেব্রুয়ারি পর্যন্ত যে অবস্থা ছিল, আশঙ্কা এরপর বেড়েছে (মার্কিন সামরিক হস্তক্ষেপের), কারণ ভেনেজুয়েলার ভেতর সাহায্য ঢোকানোর চেষ্টা ব্যর্থ হয়েছে,'' মনে করেন দক্ষিণ অ্যামেরিকা বিষয়ক বিশ্লেষক গ্রেগরি উইকস৷

ভেনেজুয়েলায় আগে সামরিক হস্তক্ষেপ হয়েছে?

ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে ওয়াশিংটনের নাক গলানোর নজির আছে অনেক৷ কিন্তু  নিকোলাস মাদুরোর এ আমলে যদি সামরিক হস্তক্ষেপ করা হয়, তার সঙ্গে আগের সব হস্তক্ষেপের কোনো তুলনা হবে না, বলে মনে করেন বিশ্লেষকরা৷ ‘‘ইতিহাসে কখনোই দক্ষিণ অ্যামেরিকার কোনো সরকার পতনের জন্য যুক্তরাষ্ট্র সেনা পাঠায়নি- কখনোই না,'' ডিডাব্লিউকে বলেন ইন্টার-অ্যামেরিকান ডায়লগ, আইএডি-এর পরিচালক মাইকেল শিফটার৷

বছর তিরিশেক আগে পানামায় একবার সেনা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র৷ কিন্তু বিশ্লেষকরা তার সঙ্গে তুলনা করতে চান না৷ কারণ, পানামার সঙ্গে যুক্তরাষ্ট্রের আরো নিবিড় যোগাযোগ ছিল এবং বর্তমান ভেনেজুয়েলা সংকট থেকে তা অনেক ভিন্ন ও সহজ ছিল৷

এখন পর্যন্ত পরিস্থিতি বিশ্লেষণ করে সামরিক হস্তক্ষেপের শঙ্কা ৩০ থেকে ৪০ ভাগ বলে মনে করেন দুই বিশ্লেষক৷

হামলার ফল কী হতে পারে?

উইকস বিশ্বাস করেন না যে, যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে৷ তিনি মনে করেন, নিষেধাজ্ঞা আরো কঠোরভাবে আরোপ করেই চাপ বাড়াতে চাইবে তারা৷ ‘‘সামরিক হস্তক্ষেপের বিষয়টি সবচেয়ে জঘন্য বলে মনে করি,'' বলেন তিনি৷ এতে পরিস্থিতি সহিংস হয়ে পড়বে বলে মত তাঁর৷

শিফটারও একইভাবে সামরিক হস্তক্ষেপকে সমাধান হিসেবে দেখেন না৷ তিনি বলেন, ‘‘কারো কারো মনে হতে পারে, যুক্তরাষ্ট্র ঢুকবে, মাদুরোকে ক্ষমতাচ্যুত করবে এবং সবাই তাদের সাদরে গ্রহণ করবে, গুয়াইদো অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হবে, নির্বাচন হবে, সবকিছু খুব সহজেই হয়ে যাবে৷

‘‘আমি অতটা জোর দিয়ে এই ধারণা সমর্থন করতে পারছি না,'' যোগ করেন তিনি৷

মাইকেল নিগে/জেডএ